নীলফামারীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন/২৫) সকালে জেলা প্রশাসন ও নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।অনুষ্ঠানের শুরুতেই জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রমের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে করণীয় ও সচেতনতামূলক বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট আব্দুস সামাদ সিকদার,অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোঃ আতিকুর রহমান শেখ, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক জবা, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম প্রমুখ।
পরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকণ ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।