শেরপুরের নালিতাবাড়ীর খালভাংগা পালপাড়ায় ক শ্রেণীর জমিতে মন্দির নির্মাণকে কেন্দ্র করে বৃদ্ধা কদবানুর বসতবাড়ির রাস্তা বন্ধ করে দেয়াল তৈরি করতে চাচ্ছে একটি মহল। ৫ আগষ্ট পটপরিবর্তন হওয়ার পর একটি মহল অত্র এলাকার বিএনপি কর্মী হিসেবে পরিচিত মাসুদ, মিজান ও ওলি সহ ক্যাডার দিয়ে মন্দির নির্মাণ করে। জমির কথিত মালিক অলকা নামের একজন দাবী করলেও জমিটি খাসখতিয়ান ভূক্ত এবং কোন কাগজ নেই।
অথচ তথ্য গোপন রেখে কদবানুর কাছ থেকে ৬ শতাংশ জমির টাকা নিয়েছে রাস্তা দেয়ার কথা বলে।
কিন্তু একটি মহল রাস্তার জমি না দিয়ে বৃদ্ধা কদবানুর বাড়ির দেয়াল ঘেষে দেয়াল নির্মাণ করে উচ্ছেদ করার চেষ্টা করছে।
বিএনপি-জামায়াত এর একটি মহলকে সাথে নিয়ে বকুল, নিঝুম, তপন,রতন,প্লাবন, অপু,নরেন্দ্র, গোপিন্দ ও হালিম রিপনরা প্রতিনিয়ত বৃদ্ধা কদবানুর কাছে রাস্তার কথা বলে চাদা দাবি করছে না হলে উচ্ছেদের হুমকি দিচ্ছে।
০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
এম রাসেল মাহমুদঃ-
নালিতাবাড়ী খালভাংগা পাড়ায় বৃদ্ধা কদবানুর বাড়ির রাস্তা আটকে জবরদখল করে দেয়াল নির্মাণের চেষ্টা
Tag :
জনপ্রিয়