নওগাঁয় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়।
মঙ্গলবার (১২ আগস্ট) নওগাঁ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব ভবনের মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নওগাঁ যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ-পরিচালক মো. ফজলুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক জনাব মো. আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মো. সাফিউল সারোয়ার, বিপিএম; নওগাঁ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মো. ইবনুল আবেদীন এবং যুব উন্নয়ন কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর জনাব মো. এনামুল হক।
জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল শপথ বাক্য পাঠ করান। আলোচনা সভা ছাড়াও এই অনুষ্ঠানে প্রশিক্ষণ সনদ ও যুব ঋণের চেক বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এসব কর্মসূচির পাশাপাশি সেলফ হেল্প ইউথ অ্যাসোসিয়েশনরে উদ্যোগে র্যালি ও আলোচনা সভা এবং ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশন নওগাঁয়ের উদ্যোগে একটি আনন্দ শোভাযাত্রা, বৃক্ষরোপণ এবং একটি ফ্রি মেডিকেল ক্যাম্পেইনও অনুষ্ঠিত হয় ।