ঢাকা জমকালো আয়োজনের মাধ্যমে দৈনিক স্বদেশ বিচিত্রার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়৷
দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক কবি অশোক দরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পত্রিকার চেয়ারম্যান (নির্বাহী বোর্ড) অধ্যাপক ডা. মো হারুণ আর রশিদ, প্রধান আলোচক দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক মন্ডলীর সভাপতি অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম তমিজি, নির্বাহী বোর্ড সদস্য রোটারিয়ান আলহাজ্ব নূরুল ইসলাম, রোটারিয়ান মোঃ কামাল উদ্দিন সদস্য, আলহাজ্ব জাহাঙ্গির আলম, ডা. শঙ্কর তালুকদার, ডা. এসএম নুরুজ্জামান উপস্থিত ছিলেন।
এছাড়া সারা বাংলাদেশ থেকে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধ সকল প্রতিনিধিদের সাংবাদিকতায় বিশেষ আবেদন রাখায় ক্রেস্ট বিতরণ ও সম্মান স্মারক দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি শেখ সাদী সুমন বিশেষ অবদান রাখায় ক্রেস্ট ও সম্মান স্মারক দেওয়া হয়।