১১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক এর মেয়ে অংকিতা ধর মোট ১৩০০ নম্বরের মধ্যে ১২৩৯ পেয়ে (গোল্ডেন এ প্লাস) জিপিএ- ৫ পেয়ে বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ (ইংলিশ ভার্সন), ঢাকা থেকে এসএসসি ২০২৫ পরীক্ষায় সফলতার সাথে উর্ত্তীণ হয়েছে।

  • প্রকাশিত ১১:৪৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • ৮৫ বার দেখা হয়েছে

কৃষান পাল: দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর এবং এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির এসিস্ট্যান্ট কন্ট্রোলার কবিতা রানী পালের ছোট মেয়ে অংকিতা ধর মোট ১৩০০ নম্বরের মধ্যে ১২৩৯ নম্বর পেয়ে (গোল্ডেন প্লাস) জিপিএ -৫ পেয়ে বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ, ঢাকা থেকে এবারের এসএসসি ২০২৫ পরীক্ষায় সফলতার সাথে উর্ত্তীণ হয়েছে।

অংকিতা ছোট বেলায় সেন্ট মার্গারেটস ইন্টারনেশাল স্কুল ঢাকা এর ছাএী ছিল।
অংকিতা লেখা পড়ার সাথে সাথে কবিতা, গান ও নাচের চর্চা করে। এবং ২০১৮ সালের ২১শে বই মেলায় তার লিখা “বৃষ্টি এলো” নামে একটি কবিতার বই বের হয়। ছোট বেলা থেকেই অংকিতা একজন ভালো ছাত্রী ছিল। মা-বাবার অনুপ্রেরণা এবং শিক্ষকদের অনুপ্রেরণায় কোন কোচিং সেন্টারের সহায়তা ছাড়া তার নিজেরই এই সফলতা। মায়ের ভূমিকা তুলনাহীন বলে অংকিতা ধর মনে করে। মায়ের পরে বড় বোন অনামিকা রানী ধরের অবদান রয়েছে। পিতা-মাতা বড় বোন, ছোট বেলার গৃহ শিক্ষক সহ তার সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে অংকিতা আরো ভালো ফলাফল করার আশা প্রকাশ করে। ভালো ফলাফল করার সাথে এক জন মানবিক মানুষ হওয়ার প্রত্যয় ব্যক্ত করে।

Tag :
জনপ্রিয়

ঘোড়াঘাটে দখলীয় সম্পত্তি বে-আইনী হস্তক্ষেপ বন্ধে মানববন্ধন, স্মারকলিপি প্রদান

দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক এর মেয়ে অংকিতা ধর মোট ১৩০০ নম্বরের মধ্যে ১২৩৯ পেয়ে (গোল্ডেন এ প্লাস) জিপিএ- ৫ পেয়ে বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ (ইংলিশ ভার্সন), ঢাকা থেকে এসএসসি ২০২৫ পরীক্ষায় সফলতার সাথে উর্ত্তীণ হয়েছে।

প্রকাশিত ১১:৪৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

কৃষান পাল: দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর এবং এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির এসিস্ট্যান্ট কন্ট্রোলার কবিতা রানী পালের ছোট মেয়ে অংকিতা ধর মোট ১৩০০ নম্বরের মধ্যে ১২৩৯ নম্বর পেয়ে (গোল্ডেন প্লাস) জিপিএ -৫ পেয়ে বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ, ঢাকা থেকে এবারের এসএসসি ২০২৫ পরীক্ষায় সফলতার সাথে উর্ত্তীণ হয়েছে।

অংকিতা ছোট বেলায় সেন্ট মার্গারেটস ইন্টারনেশাল স্কুল ঢাকা এর ছাএী ছিল।
অংকিতা লেখা পড়ার সাথে সাথে কবিতা, গান ও নাচের চর্চা করে। এবং ২০১৮ সালের ২১শে বই মেলায় তার লিখা “বৃষ্টি এলো” নামে একটি কবিতার বই বের হয়। ছোট বেলা থেকেই অংকিতা একজন ভালো ছাত্রী ছিল। মা-বাবার অনুপ্রেরণা এবং শিক্ষকদের অনুপ্রেরণায় কোন কোচিং সেন্টারের সহায়তা ছাড়া তার নিজেরই এই সফলতা। মায়ের ভূমিকা তুলনাহীন বলে অংকিতা ধর মনে করে। মায়ের পরে বড় বোন অনামিকা রানী ধরের অবদান রয়েছে। পিতা-মাতা বড় বোন, ছোট বেলার গৃহ শিক্ষক সহ তার সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে অংকিতা আরো ভালো ফলাফল করার আশা প্রকাশ করে। ভালো ফলাফল করার সাথে এক জন মানবিক মানুষ হওয়ার প্রত্যয় ব্যক্ত করে।