নিজস্ব প্রতিবেদক : আগে নিরাপত্তা পরে কাজ এই বিষয়টি মাথায় রেখে দক্ষ নির্মাণ শ্রমিক হওয়ার পাশাপাশি সবার আগে নিরাপত্তার কথা ভাবতে হবে।বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন। রাজধানীর বিএমএ মিলনায়তনে ১৯ জুলাই শনিবার সকালে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি মোঃ আবুল হোসেন,সভায় প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন বীর মুক্তিযোদ্ধা শ্রমিক নেতা আবুল হোসাইন বক্তব্য রাখেন এবিএম খোরশেদ আলম সাবেক প্রধান নির্বাহী জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ,নারী মুক্তি সংসদের নেত্রী শিউলি শিকদার,ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান সভা পরিচালনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ শাহজান মিয়া সঞ্চালনা করেন মোঃ ফারুকুজ্জামান ফারুক।
সভায় বক্তারা বলেন নির্মাণ দক্ষ জনশক্তি হিসেবে গড়ে ওঠার পাশাপাশি নিরাপত্তার বিষয়টি ভাবতে হবে কারণ আগে নিরাপত্তা পরে কাজ। এছাড়া নির্মাণ শ্রমিকদের দাবী আদায়ে নারী শ্রমিকদেরও অন্তর্ভুক্ত করার কথা বলেন। বক্তারা বলেন, ক্ষতিপূরণ বাড়িয়ে ১৫ লক্ষ টাকা করা,শ্রমিকদের জন্য আবাসন,স্বাস্থ্যসেবা,সন্তানদের লেখাপড়া বিনামূল্যে নিশ্চিত করা,শ্রম আইনে পূর্ণাঙ্গ স্বীকৃতি,ন্যায্য মূল্যে রেশনিং,পুলিশী হয়রানি বন্ধ ও নারী শ্রমিকদের সমকাজে সম মজুরির দাবি জানান বক্তারা।