মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে আটটার দিকে উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিলা বেগম ওই গ্রামের মোঃ কাওসার মোল্লার স্ত্রী,
পরিবার সূত্রে জানা যায়- মঙ্গলবার(১৮ মার্চ) সকালে ইরিধানের জমিতে পানি দেওয়া নিয়ে ইরি ধানের ব্লক মালিক রবি মোল্লা সাথে কথা কাটাকাটি হয়। তারই জের ধরে রাত আনুমানিক আটটার দিকে রবি মোল্লা, তানজিল মোল্লা, হানিফ মোল্লা, মজিবুর মোল্লা, ইসলু মোল্লা সহ বিশ পঁচিশজনের একটি দল কাওসার মোল্লার বাড়িতে অতর্কিত হামলা করে। এতে কাওসার মোল্লার স্ত্রী শিলা বেগম,তার ভাই সাজ্জাদ মোল্লার স্ত্রী মারুফা বেগম, এবং বোন জামাতা আজিম খান দেশীয় অস্ত্রের আঘাতে মারাত্মক যক্ষম হয়। আহতদের স্থানীয়রা দ্রুত গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিলা বেগম কে মৃত ঘোষণা করে।
কাশিয়ানী থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিউদ্দিন খান ঘটনার বিষয়ে নিশ্চিত করে জানান বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ তদন্তাধীন রয়েছে।এবং আসামি আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।