বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, আগামীতে তারেক রহমান যাতে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে না পারে, সে জন্য ষড়যন্ত্র শুরু করেছে জামায়াতে ইসলামী। দলটি নির্বাচন বানচালের চেষ্টা করছে। স্বাধীনতাবিরোধী এই রাজনৈতিক দল পিআর পদ্ধতির অজুহাতে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। তাদের এ চেষ্টা বাস্তবায়ন হবে না। দেশের মানুষ এখন নির্বাচনমুখী হয়ে গেছে।
বুধবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম এইচ জে মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পিআর, টিআর বুঝি না। পিআর খায়না পরে দেশের মানুষ তা জানেনা। আগে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, সেই পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। অন্যথায় এই দেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলবে। ১৯৯৬ সালে জামায়াত আওয়ামী লীগের সঙ্গে জোট করে দেশে ১৭৩ দিন হরতাল পালন করেছে। ১৯৯৬ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে নির্বাচন করে তারা মাত্র ৩টি সিট পেয়েছে।
‘১৯৪৭ সালে জামায়াত পাকিস্তানের পক্ষে ভোট দেয় নাই। তারা তখন অবিভক্ত ভারতের পক্ষে ভোট দিয়েছে। জামায়াত কখনো দেশের পক্ষে থাকে না, তারা সব সময় দেশের বিপক্ষে কাজ করে। আগামী নির্বাচন নিয়েও তারা ষড়যন্ত্রের অংশ হিসাবে পিআর পদ্ধতিকে সামনে নিয়ে এসেছে।’
তিনি বলেন, ডক্টর ইউনূস দেশের জনগণের কখা বুঝতে পেরে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা দিয়েছেন। আশা করি সেই সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি নির্বাচিত সরকারই দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে। নির্বাচিত সরকার ছাড়া দেশে সুশাসন আসবে না। নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করলে আওয়ামী লীগের আমলে পাচারকৃত অর্থ দেশে ফেরত আনতে পারবে।
বরকত উল্লাহ বুলু আরও বলেন, খালেদা জিয়ার মতো নেত্রী হয় না। একমাত্র খালেদা জিয়াই দেশের জন্য তার জীবন বিসর্জন দিতে চলেছেন। শেখ হাসিনা খালেদা জিয়াকে জেলে নিয়ে স্লো-পয়জন দিয়ে হত্যা করার চেষ্টা করেছে। জিয়াউর রহমান ১৯৭১ সালে ২৭ মার্চ স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে দেশকে একটি মানচিত্র দিয়েছেন।
চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদার সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন উর রশিদ মজুমদার এবং উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াসউদ্দিন এর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম, কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।পৌর বিএনপির আহবায়ক জিএম তাহের পলাশী, ব্রাহ্মণ পাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খোরশেদ আলম, উপজেলা যুব দলের আহবায়ক জামাল উদ্দিন মামুন,উপজেলা কৃষকদলের সভাপতি শাহ আলম,উপজেলা শ্রমিকদলের সভাপতি আবু বকর ছিদ্দিক,পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক ফরিদ উদ্দিন শাহীন, হাছান শাহরিয়ার খাঁ, আকতার হোসেন, আমিনুল ইসলাম চুট্টু,মাইনুল আহসান মাসুদ,গাজী সহিদুর রহমান,দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, মোস্তফা কমিশনার, পৌরসভা মৎস্যজিবী দলের আহবায়ক মাসুদ রানা সুজন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এছহাক বেপারী, পৌরসভা যুবদলের আহবায়ক মোঃ হাসান, পৌর ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম হোসেন অনিক ছাত্রদলনেতা ফখরুল।
সম্মেলনের শেষ পর্যায়ে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র নব নির্বাচিত সভাপতি কামরুল হুদা, সিনিয়র সহ-সভাপতি জনাব হারুনুর রশিদ মজুমদার, সাধারণ সম্পাদক শাহ আলম রাজু, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ নুরুন্নবী পাটোয়ারী ও মোঃ গিয়াস উদ্দিন।
পৌরসভা বিএনপি’র নব নির্বাচিত সভাপতি জি এম তাহের পলাশী, সিনিয়র সহ-সভাপতি গাজী সহিদুর রহমান ও শরিফুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক কাজী রাকিবুল ইসলাম মহব্বত, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, সাংগঠনিক সম্পাদক মাইনুল আহসান মাসুদ ও আমিনুল ইসলাম ছুট্টু নির্বাচিত হয়েছেন।
১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
মাহবুবুর রহমান মিয়াজী, কুমিল্লা প্রতিনিধিঃ
তারেক রহমান যেন দেশের প্রধানমন্ত্রী হতে না পারে, সে জন্য ষড়যন্ত্র করছে জামায়াত
Tag :
জনপ্রিয়