০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিশেষ প্রতিনিধিঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হোটেল ব্যবসার অন্তরালে চলছে ভয়াবহ মাদক ব্যবসা

  • প্রকাশিত ১২:২১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ১৪ বার দেখা হয়েছে

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হোটেল ব্যবসার আড়ালে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে হাইওয়ে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। মাদক সেবন ও বিক্রির দায়ে পরবর্তীতে মোবাইল কোটের মাধ্যমে ধৃত তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা দেওয়া হয়। বুধবার (০২ জুন) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ওসি মোঃ শাহাব উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দু’পাশে অসংখ্য ট্রাক হোটেল,রেস্তোরাঁ ও টিনএজারদের জন্য গড়ে উঠেছে আড্ডা খানা। এসব হোটেলে যাত্রা বিরতির নামে অসংখ্য ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন দাঁড়ায়। এ সময় ট্রাকের হেল্পার-চালক স্থানীয় মাদক ব্যবসায়ীদের থেকে ইয়াবা, গাঁজা ক্রয় করে সেবন করে। এছাড়া সীমান্ত এলাকা থেকে গাজার বড় ধরনের চালান সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদক কারবারীরা পাচার করে থাকে।
এরই প্রেক্ষাপটে মঙ্গলবার গভীর রাতে মিয়া বাজার হাইওয়ে থানার ওসি মোঃ শাহাব উদ্দিনের নেতৃত্বে পুলিশ চৌদ্দগ্রামের সৈয়দপুর এলাকার বাবুর্চি নামকস্হানে কয়েকটি ট্রাক হোটেলে অভিযান চালায়। এ সময় পুলিশ মাদক বিক্রির দায়ে ভূইয়া ট্রাক হোটেলের সামনে থেকে চৌদ্দগ্রাম উপজেলার বসুয়ারা গ্রামের আবুল কাসেমের ছেলে মাদক বিক্রেতা মোঃ ইউসুফ (২৬) কে প্রথমে গ্রেফতার  করে।
পরে মাদক সেবন ও ক্রয়ের দায়ে  ট্রাকচালক নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগন্জ থানার চাইলো গেইট গ্রামের আবুল সরকারের ছেলে মোঃ জামাল হোসেন (২৬) ও অপর ট্রাক চালক একই থানার শিবু মার্কেট এলাকার আলী হোসেনের ছেলে মোঃ জাহিদ কে গ্রেফতার করে।
পরে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামাল হোসেন  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনী ২১ মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক বিক্রেতা মো.ইউসুফ কে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১ হাজার টাকা  জরিমানা প্রদান করেন। মাদক ক্রেতা জামাল হোসেন ও জাহিদ কে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫ শত টাকা করে জরিমানা প্রদান করেন। জব্দকৃত গাজা জনগন ও সাক্ষীদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। পরবর্তী কার্যক্রম গ্রহনের জন্য গ্রেফতারকৃত ও সাজাপ্রাপ্ত আসামীগনকে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।

Tag :
জনপ্রিয়

বগুড়ায় প্রতারনার অভিযোগে তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দানকারী ভুয়া ব্যারিস্টার শামীম গ্রেফতার

বিশেষ প্রতিনিধিঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হোটেল ব্যবসার অন্তরালে চলছে ভয়াবহ মাদক ব্যবসা

প্রকাশিত ১২:২১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হোটেল ব্যবসার আড়ালে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে হাইওয়ে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। মাদক সেবন ও বিক্রির দায়ে পরবর্তীতে মোবাইল কোটের মাধ্যমে ধৃত তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা দেওয়া হয়। বুধবার (০২ জুন) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ওসি মোঃ শাহাব উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দু’পাশে অসংখ্য ট্রাক হোটেল,রেস্তোরাঁ ও টিনএজারদের জন্য গড়ে উঠেছে আড্ডা খানা। এসব হোটেলে যাত্রা বিরতির নামে অসংখ্য ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন দাঁড়ায়। এ সময় ট্রাকের হেল্পার-চালক স্থানীয় মাদক ব্যবসায়ীদের থেকে ইয়াবা, গাঁজা ক্রয় করে সেবন করে। এছাড়া সীমান্ত এলাকা থেকে গাজার বড় ধরনের চালান সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদক কারবারীরা পাচার করে থাকে।
এরই প্রেক্ষাপটে মঙ্গলবার গভীর রাতে মিয়া বাজার হাইওয়ে থানার ওসি মোঃ শাহাব উদ্দিনের নেতৃত্বে পুলিশ চৌদ্দগ্রামের সৈয়দপুর এলাকার বাবুর্চি নামকস্হানে কয়েকটি ট্রাক হোটেলে অভিযান চালায়। এ সময় পুলিশ মাদক বিক্রির দায়ে ভূইয়া ট্রাক হোটেলের সামনে থেকে চৌদ্দগ্রাম উপজেলার বসুয়ারা গ্রামের আবুল কাসেমের ছেলে মাদক বিক্রেতা মোঃ ইউসুফ (২৬) কে প্রথমে গ্রেফতার  করে।
পরে মাদক সেবন ও ক্রয়ের দায়ে  ট্রাকচালক নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগন্জ থানার চাইলো গেইট গ্রামের আবুল সরকারের ছেলে মোঃ জামাল হোসেন (২৬) ও অপর ট্রাক চালক একই থানার শিবু মার্কেট এলাকার আলী হোসেনের ছেলে মোঃ জাহিদ কে গ্রেফতার করে।
পরে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামাল হোসেন  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনী ২১ মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক বিক্রেতা মো.ইউসুফ কে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১ হাজার টাকা  জরিমানা প্রদান করেন। মাদক ক্রেতা জামাল হোসেন ও জাহিদ কে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫ শত টাকা করে জরিমানা প্রদান করেন। জব্দকৃত গাজা জনগন ও সাক্ষীদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। পরবর্তী কার্যক্রম গ্রহনের জন্য গ্রেফতারকৃত ও সাজাপ্রাপ্ত আসামীগনকে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।