জানাগেছে গত ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ২০৩০ ঘটিকায় ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধীনস্থ বেতনা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৩৬৬/২-এস এর নিকট, অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রমকালে মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তিকে আটক করে। পরবর্তী বিজিবির একান্ত প্রচেষ্টায় তার প্রকৃত ঠিকানা খুঁজে পাওয়ার চেষ্টা অব্যাহত রাখে। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, উক্ত ব্যক্তি বাংলাদেশী নাগরিক এবং তার নাম মোঃ নাজির উদ্দিন (৮০), পিতা-মৃত মোঃ কেরামত আলী। তিনি ঠাকুরগাঁও জিলার হরিপুর থানার কামারপুকুর গ্রামের বাসিন্দা। বিজিবির পক্ষ হতে তার পরিবারের সাথে যোগাযোগ করা হয় এবং উক্ত মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ছেলে মোঃ খোরশেদ মিয়া তার পিতাকে নেয়ার জন্য বিজিবির বেতনা বিওপিতে আগমন করে। বিজিবি কর্তৃক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তার ছেলের নিকট হতে লিখিত মুচলেকা গ্রহণ করতঃ হস্তান্তর করে। উক্ত ব্যক্তির পরিবার তার আপনজনকে ফিরে পাওয়ায়, বিজিবির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ প্রকাশ করেন বলে জানিয়েছেন এলাকাবাসী ।