০১:৪০ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জোরারগঞ্জে কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

  • প্রকাশিত ১০:৫১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
  • ৩৮৪ বার দেখা হয়েছে

রবি করিম : চট্টগ্রামের জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় কর্তব্যরত অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে মো. সেলিম মিয়া (৩৫) নামের এক সহকারি উপপরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে।

সেলিম মিয়া চাঁদপুর জেলার মতলব উত্তর থানার ঠাকুরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত নয়টায় চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তার।

জোরারগঞ্জ থানা ও চট্টগ্রাম জেলা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে জোরারগঞ্জ থানা এলাকার বার‌ইয়ার হাট পৌরবাজারে আরো দুই পুলিশ সদস্যসহ নিয়মিত দায়িত্ব পালন করছিলেন সেলিম মিয়া। তখন হঠাৎ বুকে তীব্র ব্যাথা অনুভব করায় সাথে থাকা দুই সহকর্মী তাকে বার‌ইয়ারহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় পরে সেখান থেকে তাকে মিরসরাই উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম জেলা পুলিশ সূত্র জানায়, কর্তব্যরত অবস্থা মৃত্যুবরণ করা পুলিশ কর্মকর্তা মো. সেলিম মিয়া ২০০৮ সালের ২৭ ডিসেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২০১৬ সালের ৬ নভেম্বর তিনি সহকারি উপপরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন। ১৫ বছর ১ মাস ৪ দিনের কর্মজীবনে তিনি বিভিন্ন ভালো কাজের স্বীকৃতি হিসেবে ৫২ বার পুরস্কার লাভ করেন। বাড়িতে স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লা আল হারুন বলেন, কর্তব্যরত অবস্থায় হৃদক্রিয় বন্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আমাদের সহকর্মী পুলিশ কর্মকর্তা (এএসআই) মো. সেলিম মিয়ার মৃত্যু হয়েছে। তার এ অকাল মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এএসআই মো. সেলিম মিয়ার মৃত্যুতে তার পরিবারকে শোকবার্তা এবং সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ।

Tag :
জনপ্রিয়

১৯জুলাই’২৫ সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ বাস্তবায়নে তেজগাঁও থানা দক্ষিণ জামায়তের স্বাগত মিছিল

জোরারগঞ্জে কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

প্রকাশিত ১০:৫১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪

রবি করিম : চট্টগ্রামের জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় কর্তব্যরত অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে মো. সেলিম মিয়া (৩৫) নামের এক সহকারি উপপরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে।

সেলিম মিয়া চাঁদপুর জেলার মতলব উত্তর থানার ঠাকুরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত নয়টায় চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তার।

জোরারগঞ্জ থানা ও চট্টগ্রাম জেলা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে জোরারগঞ্জ থানা এলাকার বার‌ইয়ার হাট পৌরবাজারে আরো দুই পুলিশ সদস্যসহ নিয়মিত দায়িত্ব পালন করছিলেন সেলিম মিয়া। তখন হঠাৎ বুকে তীব্র ব্যাথা অনুভব করায় সাথে থাকা দুই সহকর্মী তাকে বার‌ইয়ারহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় পরে সেখান থেকে তাকে মিরসরাই উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম জেলা পুলিশ সূত্র জানায়, কর্তব্যরত অবস্থা মৃত্যুবরণ করা পুলিশ কর্মকর্তা মো. সেলিম মিয়া ২০০৮ সালের ২৭ ডিসেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২০১৬ সালের ৬ নভেম্বর তিনি সহকারি উপপরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন। ১৫ বছর ১ মাস ৪ দিনের কর্মজীবনে তিনি বিভিন্ন ভালো কাজের স্বীকৃতি হিসেবে ৫২ বার পুরস্কার লাভ করেন। বাড়িতে স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লা আল হারুন বলেন, কর্তব্যরত অবস্থায় হৃদক্রিয় বন্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আমাদের সহকর্মী পুলিশ কর্মকর্তা (এএসআই) মো. সেলিম মিয়ার মৃত্যু হয়েছে। তার এ অকাল মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এএসআই মো. সেলিম মিয়ার মৃত্যুতে তার পরিবারকে শোকবার্তা এবং সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ।