স্বেচ্ছাসেবী অঙ্গনে রক্তযোগানদাতা ও রক্তদাতা হিসেবে পরিচিত আলোর সন্ধানে ঝিনাইগাতী(আসঝি) সংগঠনের উপজেলা ব্লাডলিংক কমিটির সাধারণ সম্পাদক সবুজ ইসলাম সজিবঃ
স্কুল জীবন থেকেই বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন সজিব। স্কুলের গন্ডি পেরিয়ে কলেজ জীবনে পা দেওয়ার পর-ই আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি) সংগঠনের মানবিক কর্মকাণ্ড ও রক্তযোগানদাতা এবং রক্তদাতা হিসেবে ব্রত হয়ে আসঝি’র সদস্য পদ লাভ করেন। সজিব ঝিনাইগাতী উপজেলার ২নং ওয়ার্ডের নয়াগাঁও গ্রামের দরিদ্র পরিবারে জন্মগ্রহন করেন। সজিব বর্তমানে শেরপুর ইন্সটিটিউট সাইন্স অব টেকনোলজিতে ৪র্থ সেমিষ্টারের শিক্ষার্থী এবং আলোর সন্ধানে ঝিনাইগাতী(আসঝি) উপজেলা ব্লাডলিংক কমিটির সাধারণ সম্পাদক।
দৈনিক স্বদেশ বিচিত্রার সাথে আলাপ চারিতায় সজিব জানান এ পর্যন্ত ৭ম বার রক্তদান করেছেন এবং ১১৩ জন রোগীকে রক্ত ম্যানেজ করে দিয়েছেন। সজিবের সাথে কথা বলে আরও জানা যায়, আলোর সন্ধানে ঝিনাইগাতী(আসঝি)সংগঠন শুধু রক্তদান নয় মানবিক কর্মকাণ্ডও করে যাচ্ছে ভবিষ্যতেও রক্তদানসহ সকল মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি প্রদান করেন এবং নিজের জন্য ও আসঝি সংগঠনের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।