ফেনীর ছাগলনাইয়া ঘোপাল ইউনিয়ন ৯ নং ওয়ার্ডে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নিজকুঞ্জরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে প্রায় দেড় শতাধিক শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
উপজেলা যুবদলের সদস্য ও ওয়ার্ড যুবদলের সভাপতি তৈয়ব উল্যাহ টিপুর নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. মোস্তফা মজুমদার, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, মানিক মজলিশ, ওয়ার্ড বিএনপি সভাপতি মো. কামাল উদ্দিন, বিএনপি নেতা হারুন তাজ সহ আরো অনেকে।