নিজ বাড়ির উঠান থেকে চার বছর বয়সের এক শিশু নিখোঁজের মাত্র তিন ঘন্টা পর, বাড়ির পাশের বালুর চাতাল থেকে ওই শিশুর জবাই করা মরা দেহ উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধ্যার পরে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা গ্রামে। জানা গেছে বৃহস্পতিবার (১৫ ই আগস্ট) সন্ধ্যায় উপজেলার ফুকরা ইউনিয়নের শাফলীডাঙ্গা গ্রামের তাপস টিকাদারের চার বছর বয়সী শিশু পুত্র অপূর্ব টিকাদার নিখোঁজ হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যার পূর্বে নিজ বাড়ির আঙ্গিনায় খেলেছিল অপূর্ব। সন্ধ্যায় তার বাবা তাকে না পেয়ে। প্রতিবেশীদের কাছে খোঁজ খবর নেয়। কোন সন্ধান না পেয়ে বিষয়টি রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে পুলিশের গোচরে আনে। সকলে মিলে শিশু অপূর্বকে খুঁজতে থাকে। অপূর্বকে খুঁজে না পেয়ে পরিবারের পক্ষ থেকে কাশিয়ানী থানা পুলিশকে জানানো হয়। থানা পুলিশ ও এলাকাবাসী যৌথ ভাবে শিশুটিকে খুঁজতে থাকে। রাত সাড়ে ৯ টায় বাড়ির অদুরেই একটি বালুর চাতালে গলাকাটা অবস্থায় শিশুটির নিথর মারা দেহ দেখতে পায় তার স্বজনরা। তদন্তকারী কর্মকর্তা পুলিশের ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন সুরাতহাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতালের মর্গে পাঠায়। শিশুটির পিতা তাপস টিকাদার বাদী হয়ে কাশিয়ানী থানায় অজ্ঞাতনামা আসামিদের নামে একটি হত্যা মামলার দায়ের করে। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মহম্মদ জিল্লুর রহমান ঘটনাটি সত্যতা নিশ্চিত করে বলেন,প্রাথমিকভাবে মনে হচ্ছে শত্রুতার জের ধরে হত্যা করা হয়েছে শিশুটিকে । তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলেই বোঝা যাবে হত্যাকাণ্ড মূল রহস্য কি। শিশুটি নিখোঁজ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য এবং জড়িতদের গ্রেফতার করতে তদন্ত অব্যাহত আছে।
১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
প্রতিনিধি : সাইফুল হাসান।
চার বছরের শিশুকে গলা কেটে হত্যা, কাশিয়ানী গোপালগঞ্জ।
Tag :
জনপ্রিয়