০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
মিজানুর রহমান :

ঘরের মানুষ কবিতার মানুষ – ১২ তম পর্ব অনুষ্ঠিত

  • প্রকাশিত ০৫:২৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ১৩ বার দেখা হয়েছে

সমধারার নিয়মিত আয়োজন ’’ঘরের মানুষ কবিতার মানুষ ‘’ শিরোনামের ১২তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরাম খাঁ হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে কবি ও প্রাবন্ধিক ফরিদ আহমদ দুলাল উপস্থিত ছিলেন।

এবারের পর্বে অংশগ্রহণ করেছেন কবি বিদ্যুৎ কুমার চৌধুরী, কবি মুনা চৌধুরী, কবি মেহেরু নাহার মেঘলা, কবি রনি অধিকারী, কবি শামসুন্নাহার চৌধুরী লোপা, কবি মাসুম হাসান, কবি বাসুদেব নাথ।

সমধারা পরিবারের সদস্য নিয়ে নিয়ে এরআগে ১১টি আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এসব পর্বে ১১০জন কবি অংশগ্রহণ করেন। সমধারা চলতি সংখ্যা উল্লেখিত ৭ কবির কবিতা ও জীবনী নিয়ে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে।

অনুষ্ঠানে প্রতিজন কবির ৫টি করে কবিতা আবৃত্তি করেন সমধারা পরিবারের আবৃত্তিশিল্পীবৃন্দ। কবি বিদ্যুৎ কুমার চৌধুরীর কবিতা আবৃত্তি করেন নাসরিন রুমা, কবি মুনা চৌধুরীর কবিতা আবৃত্তি করেন ফারিন তামান্না, বাসুদেব নাথের কবিতা আবৃত্তি করেন জান্নাতুল ফেরদৌস মুক্তা, রনি অধিকারীর কবিতা আবৃত্তি করেন আবদুস কুদ্দুস গালিব, কবি শামসুন্নাহার চৌধুরী লোপার কবিতা আবৃত্তি করেন জাকির মোল্লা, মাসুম হাসানের কবিতা আবৃত্তি করেন আবদুল মালেক, মেহেরুন নাহার মেঘলার কবিতা আবৃত্তি করেন সৈয়দা আজদিকা কামাল লিমা।
নির্বাচিত ৭ কবি তাদের কবিতা ভাবনা ও সমধারা নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এ আয়োজনে কবিদের কবিতা নিয়ে আলোচনা করেন কবি বাবুল আনোয়ার, কবি ও শিশুসাহিত্যিক স.ম সামশুল আলম, কবি ও মুক্তিযোদ্ধা ইদরীস আলী ও এএফএম মাহবুবর রহমান। পর্ব পরিচালনা করেন সমধারা সম্পাদক সালেক নাছির উদ্দিন।

Tag :
জনপ্রিয়

আন্তঃকোন্দল সংঘাত ও হানাহানি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি ও যুবদলের ৫ নেতা বহিষ্কার

মিজানুর রহমান :

ঘরের মানুষ কবিতার মানুষ – ১২ তম পর্ব অনুষ্ঠিত

প্রকাশিত ০৫:২৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

সমধারার নিয়মিত আয়োজন ’’ঘরের মানুষ কবিতার মানুষ ‘’ শিরোনামের ১২তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরাম খাঁ হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে কবি ও প্রাবন্ধিক ফরিদ আহমদ দুলাল উপস্থিত ছিলেন।

এবারের পর্বে অংশগ্রহণ করেছেন কবি বিদ্যুৎ কুমার চৌধুরী, কবি মুনা চৌধুরী, কবি মেহেরু নাহার মেঘলা, কবি রনি অধিকারী, কবি শামসুন্নাহার চৌধুরী লোপা, কবি মাসুম হাসান, কবি বাসুদেব নাথ।

সমধারা পরিবারের সদস্য নিয়ে নিয়ে এরআগে ১১টি আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এসব পর্বে ১১০জন কবি অংশগ্রহণ করেন। সমধারা চলতি সংখ্যা উল্লেখিত ৭ কবির কবিতা ও জীবনী নিয়ে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে।

অনুষ্ঠানে প্রতিজন কবির ৫টি করে কবিতা আবৃত্তি করেন সমধারা পরিবারের আবৃত্তিশিল্পীবৃন্দ। কবি বিদ্যুৎ কুমার চৌধুরীর কবিতা আবৃত্তি করেন নাসরিন রুমা, কবি মুনা চৌধুরীর কবিতা আবৃত্তি করেন ফারিন তামান্না, বাসুদেব নাথের কবিতা আবৃত্তি করেন জান্নাতুল ফেরদৌস মুক্তা, রনি অধিকারীর কবিতা আবৃত্তি করেন আবদুস কুদ্দুস গালিব, কবি শামসুন্নাহার চৌধুরী লোপার কবিতা আবৃত্তি করেন জাকির মোল্লা, মাসুম হাসানের কবিতা আবৃত্তি করেন আবদুল মালেক, মেহেরুন নাহার মেঘলার কবিতা আবৃত্তি করেন সৈয়দা আজদিকা কামাল লিমা।
নির্বাচিত ৭ কবি তাদের কবিতা ভাবনা ও সমধারা নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এ আয়োজনে কবিদের কবিতা নিয়ে আলোচনা করেন কবি বাবুল আনোয়ার, কবি ও শিশুসাহিত্যিক স.ম সামশুল আলম, কবি ও মুক্তিযোদ্ধা ইদরীস আলী ও এএফএম মাহবুবর রহমান। পর্ব পরিচালনা করেন সমধারা সম্পাদক সালেক নাছির উদ্দিন।