গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন মিটালু পূর্ব পাড়া চাঁনু ফকিরের ছেলে, সোহেল ফকির (৩৫) সিঙ্গাপুর প্রবাসী কিছুদিন আগে ছুটিতে আসেন দেশে। ৮ বছরের সুখের সংসার জীবনে তাহাদের ১ ছেলে রাব্বী (০৬) বছর বয়সেই মা হারান। সে স্থানীয় একটি কিন্টারগার্টেন এর ২য় শ্রেণির ছাত্র। সরজমিনে গিয়ে জানা যায় গত রবিবার দুপুর ১২ ঘটিকায় প্রবাসীর স্ত্রী মিতু আক্তার পারিবারিক কলহের জের ধরে আত্যহত্যা করেন বুলেট কিড়ির বড়ি খেয়ে। পরবর্তীতে শহীদ তাজ উদ্দীন মেডিক্যালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্বত্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। এতে স্বামী সোহেল এর নিজ বাড়ীর পারিবারিক কবর স্থানে কবর দিতে গেলে বাঁধা দেন মৃত্যু ব্যক্তির মামা এবং সে বাদী হয়ে শ্রীপুর থানা একটি অভিযোগ করেন। অভিযোগ করেন তার ভাগ্নী জামাই মেরে ফেলেছে বলে। সোহেল এর পরিবার পলাতক থাকার কারণে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত সাপেক্ষে পোস্টমেডাম এর রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে আদ্ভুত করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। অভিযোগটি প্রক্রিয়াধীন। এতে শ্রীপুর থানার ওসি জানান প্রবাসীর স্ত্রীর মৃত্যু লাশ নিয়ে পুলিশ দো-টানায় পরে। পরবর্তীতে মৃত্যুর লাশ নিয়ে তার মামা মুত্যু ব্যক্তির নিজ গ্রামে দাফন করেন। মৃত্যু ব্যক্তির পরিবার এমন মৃত্যু কিছুতেই যেন মেনে নিতে পারছেন না।
০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম