বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহকারীদের ভ্যান সার্ভিস দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজমল হোসেন ভূইয়ার বিরুদ্ধে।
গৃহস্থালির বর্জ্য ব্যবস্থাপনা সিটি কর্পোরেশন টেন্ডারের মাধ্যমে
বিভিন্ন ব্যক্তিদের দিয়ে থাকেন।
বর্জ্য ব্যবস্থাপনার শুরু থেকেই গাজীপুর কর্পোরেশন নগরীর বাসাবাড়ি থেকে ভ্যান সার্ভিসের মাধ্যমে ময়লা সংগ্রহ করে সিটি কর্পোরেশন ডাস্টবিনে পাঠাচ্ছেন বিভিন্ন পরিচ্ছন্নতাকর্মীরা।
এজন্য প্রতি বাড়ি থেকে মাসে নিদিষ্ট টাকা আদায় করার অনুমতি দেয় গাজীপুর সিটি কর্পোরেশন। এই অর্থ দিয়ে কর্মীদের বেতন ও ভ্যান সার্ভিসের অন্যান্য খরচ বহন করা হতো। বর্তমানে ২৮ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন। এই কর্মীরা বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে কর্পোরেশনের ডাস্টবিনে পৌঁছে দেন। গত রবিবার (১১ আগষ্ট) বিভিন্ন পরিচ্ছন্নতাকর্মীদের মোবাইলে কল দিয়ে বরজ্য সংগ্রহ করতে নিষেধ করেন।
কাউন্সিলর আজমল হোসেন ভূইয়ার লোকজনদের সুবিধা দেওয়ার জন্যই এমনটা করা হয়েছে বলে অভিযোগ পরিচ্ছন্নতাকর্মীদের। তারা বলছেন, ২৮ নং ওয়ার্ডেই কাউন্সিলর আজমল ভূইয়া তাদের ময়লা সংগ্রহ করতে দিচ্ছে না। এরই মধ্যে ২৮ নং ওয়ার্ডে কাউন্সিলর তাদের ময়লা সংগ্রহের কাজ বন্ধ করে দিয়েছে।
পরিচ্ছন্নতাকর্মীদের এমন অভিযোগের সত্যতাও পাওয়া গেছে।
গত রবিবার (১১ আগষ্ট) আমার কাজ বন্ধ করে দেওয়া হয়। কাউন্সিলর আজমল ভূইয়া পরিচ্ছন্ন কর্মীকে মোবাইলে কল দিয়ে বলেন, তোরা সোমবার থেকে আর কোন ময়লার গাড়ী বের করবি না। আমার লোকজন এখন থেকে বাসাবাড়ী থেকে টাকা উঠাবে।
২৮ নং ওয়ার্ডের ময়লা অপসারণ করে আসছেন বর্জ্য অপসারণ কর্মী মোঃ তারা মিয়া। তারা সিটি কর্পোরেশন থেকে বাৎসরিক অনুমোদন নিয়ে এই কাজটি পরিচালনা করে আসছেন। কিন্তু চলতি মাস থেকে স্থানীয় কাউন্সিলর আজমল হোসেন ভূইয়া তার লোকজন দিয়ে তার কাছে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে বাসাবাড়ি থেকে ময়লা নেওয়ার কাজ বন্ধ করে দেন কাউন্সিলর।