০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত ০৫:৪৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • ২৪৬ বার দেখা হয়েছে

 

 

গাইবান্ধা সদর উপজেলার কিশামত বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার দুপুরে মা অভিভাবক সমাবেশ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাকিরুল হাসান। মা সমাবেশের শ্লোগান ছিল ‘তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো’। সমাবেশে দুই শতাধিক মা ও অভিভাবক উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, প্রাথমিক স্তরের শিশু শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধকরণসহ তাদের লেখাপড়ায় উদ্ধুদ্বকরণে শিক্ষকদের পাশাপাশি বাবা-মার ভুমিকা অপরিসীম। বিশেষ করে একজন দায়িত্বশীল মার জোরালো প্রচেষ্টায় তাঁর ছেলে-মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। এজন্য সরকার ছেলে-মেয়েদের বিদ্যালয়মূখীকরণ ছাড়াও তাদের লেখাপড়ায় যত্নশীল-মনোযোগী করে তুলতে বাবা-মার দায়িত্বশীল ভুমিকা পালন করা আবশ্যক। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা আরও বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, তাই আগামীতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই স্কুলসহ দেশের নাম উজ্জল করার আহবান জানান।
বিদ্যালয়ের সাবেক সভাপতি ও ব্যবস্থাপনা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. শামীম প্রামানিক বাদলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন খোলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুম হক্কানী, বিদ্যালয়ের সভাপতি ও সদর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার এটিএম সারম্নয়ার আলম সরকার, প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম প্রমুখ। পরে প্রধান অতিথি ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Tag :
জনপ্রিয়

ভোলার দৌলতখানে ভবানীপুর ইউনিয়নে সরকার কর্তৃক গরীব অসহায়দের মাঝে রেশন কার্ডের চাল বিতরন

গাইবান্ধায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত ০৫:৪৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

 

 

গাইবান্ধা সদর উপজেলার কিশামত বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার দুপুরে মা অভিভাবক সমাবেশ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাকিরুল হাসান। মা সমাবেশের শ্লোগান ছিল ‘তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো’। সমাবেশে দুই শতাধিক মা ও অভিভাবক উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, প্রাথমিক স্তরের শিশু শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধকরণসহ তাদের লেখাপড়ায় উদ্ধুদ্বকরণে শিক্ষকদের পাশাপাশি বাবা-মার ভুমিকা অপরিসীম। বিশেষ করে একজন দায়িত্বশীল মার জোরালো প্রচেষ্টায় তাঁর ছেলে-মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। এজন্য সরকার ছেলে-মেয়েদের বিদ্যালয়মূখীকরণ ছাড়াও তাদের লেখাপড়ায় যত্নশীল-মনোযোগী করে তুলতে বাবা-মার দায়িত্বশীল ভুমিকা পালন করা আবশ্যক। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা আরও বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, তাই আগামীতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই স্কুলসহ দেশের নাম উজ্জল করার আহবান জানান।
বিদ্যালয়ের সাবেক সভাপতি ও ব্যবস্থাপনা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. শামীম প্রামানিক বাদলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন খোলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুম হক্কানী, বিদ্যালয়ের সভাপতি ও সদর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার এটিএম সারম্নয়ার আলম সরকার, প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম প্রমুখ। পরে প্রধান অতিথি ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।