পটুয়াখালীর গলাচিপায় এই প্রথমবারের মতো পূবালী ব্যাংক পিএলসি গলাচিপা শাখার অধীনে এটিএম এবং সিআরএম বুথের উদ্বোধন করা হয়েছে।
২১/১১/২৪ তারিখ রোজ বৃহস্পতিবার বেলা ১১টায় পূবালী ব্যাংক গলাচিপা শাখার আয়োজনে শহরের আনন্দ পাড়া মোড়ে সড়কের পাশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথের উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি বরিশাল আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি বরিশাল আঞ্চলিক কার্যালয়ের মানবসম্পদ বিভাগের সিনিয়র অফিসার গাজী হাসানুজ্জামান ও সিনিয়র অফিসার ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুল ইসলাম।
পূবালী ব্যাংক গলাচিপা শাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে পুবালী ব্যাংক পিএলসি গলাচিপা শাখার পরিচালন ব্যবস্থাপক মোহাম্মদ মেহেদী হোসাইন, ক্যাশ অফিসার মোহাম্মদ আরিফুর রহমান রনিসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, সুশীল সমাজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মোহাম্মদ রুহুল আমিন বলেন, গলাচিপা শাখার অধীনে এটিএম এবং সিআরএম বুথের সকল ব্যাংকের ড্যাভিট এবং ক্রেডিট কার্ড দিয়ে ২৪ ঘন্টা টাকা উত্তোলন এবং পূবালী ব্যাংকের যেকোন শাখার হিসাব নাম্বারে টাকা জমাদানের সুবিধা রয়েছে।
০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
গলাচিপায় পূবালী ব্যাংক পিএলসির এটিএম বুথের শুভ উদ্বোধন
Tag :
জনপ্রিয়