গতকাল সন্ধ্যা ৭টায় খুলনা মহানগরীর পূর্ববানিয়াখামার সৈয়দ আলী হাকিম সাহিত্য কেন্দ্রে খুলনা সাহিত্য সাংস্কৃতিক সংস্থা খুসাস এর ১০৯৭তম সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট কবি ও নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড মো জিনারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আসরে স্বরচিত কবিতা পাঠ করেন খুসাস প্রতিষ্ঠাতা বিশিষ্ট কবি স ম হাফিজুল ইসলাম, কবি কামরুল হাসান মৃধা, কবি আজাদুল হক আজাদ, কবি শিরিন আফরোজ রানী, কবি এম এম নজরুল ইসলাম,কবি সাঈদা পারভীন, কবি গোলাম রসুল খোকন, কবি মিনা রবিউল ও কবি দিলরুবা ইয়াসমিন পলি। আসরে আরো উপস্থিত ছিলেন খান সাব্বির হাসান অনিক, মরিয়ম প্রমূখ।
০২:১০ অপরাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম