সাহিত্যের জ্যোতীময় ছোঁয়ায় আবেগিত হোক আমাদের সাহিত্য পরিবার। সাহিত্য সংগঠন গুলো পরিচালিত হবে মানুষের ও মানবতার অবক্ষয়ের জয়ের এক সুউজ্জল মেরুকরণ প্রধান অতিথির বক্তব্যে উক্ত মন্তব্য করেন আন্তর্জাতিক সাহিত্য ও সামাজিক সংগঠন নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এর প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও দৈনিক স্বদেশ বিচিত্রা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান সাইফুর মিনা।
গতকাল খুলনার প্রাচীনতম ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন খুলনা সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থা ( খুসাস ) আয়োজিত বিশেষ সাহিত্য অনুষ্ঠান সংগঠনের সভাপতি এ্যাডঃ মোঃ জিনারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঠো কবি মফিদুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আজাদুল হক আজাদ। আরো উপস্থিত ছিলেন এ জি রানা, মিনা রবিউল, সাঈদা পারভীন, বিউটি মরিয়ম, ইকরামুল মল্লিক প্রমূখ। আগামী ৮ ফেব্রুয়ারী সংগঠনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে।