০৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে বৈসাবী ও নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

  • প্রকাশিত ০৬:০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ১২ বার দেখা হয়েছে

স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : খাগড়াছড়িতে বৈসু-সাংগ্রাই-বিজু (বৈসাবী) ও বাংলা নববর্ষ উপলক্ষে জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। আজ বুধবার সকাল সাড়ে ৯ টায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।

বেলুন ও পায়রা উড়িয়ে এ র‍্যালির সূচনা করা হয়। র‍্যালিতে চাকমা-মারমা-ত্রিপুরাসহ পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ অংশগ্রহণ করে। এসব জনগোষ্ঠীর নারী-পুরুষ তাদের সংস্কৃতি র‍্যালিতে তুলে ধরেন। পাশাপাশি তাদের ঐতিহ্যবাহী পোশাক-আশাক পরিধান করে নেচে গেয়ে আনন্দ উল্লাস প্রকাশ করেন।

র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরো টাউন হলের সামনে গিয়ে বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠীর সংস্কৃতি ডিসপ্লের মাধ্যমে প্রদর্শন করা হয়।

র‍্যালিতে আরও অংশ নেন রিজিয়ন কমান্ডারের পত্নী, খাগড়াছড়ি জেলা প্রশাসক এবি.এম ইফতেখারুল ইসলাম খন্দকার, সদর সেনা জোন কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম, ব্রিগেডের জিটু. আই মেজর মোস্তাফা আরেফিন, এন.এস.আইয়ের যুগ্ম পরিচালক নাছির মোহাম্মদ গাজী, পুলিশের এএসপি মোহাম্মদ মিজান, বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ ফরিদ মিয়া, সিভিল সার্জন ডা. ছাবেরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
স্বদেশ বিচিত্রা/এআর

Tag :
জনপ্রিয়

খাগড়াছড়িতে বৈসাবী ও নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশিত ০৬:০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : খাগড়াছড়িতে বৈসু-সাংগ্রাই-বিজু (বৈসাবী) ও বাংলা নববর্ষ উপলক্ষে জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। আজ বুধবার সকাল সাড়ে ৯ টায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।

বেলুন ও পায়রা উড়িয়ে এ র‍্যালির সূচনা করা হয়। র‍্যালিতে চাকমা-মারমা-ত্রিপুরাসহ পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ অংশগ্রহণ করে। এসব জনগোষ্ঠীর নারী-পুরুষ তাদের সংস্কৃতি র‍্যালিতে তুলে ধরেন। পাশাপাশি তাদের ঐতিহ্যবাহী পোশাক-আশাক পরিধান করে নেচে গেয়ে আনন্দ উল্লাস প্রকাশ করেন।

র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরো টাউন হলের সামনে গিয়ে বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠীর সংস্কৃতি ডিসপ্লের মাধ্যমে প্রদর্শন করা হয়।

র‍্যালিতে আরও অংশ নেন রিজিয়ন কমান্ডারের পত্নী, খাগড়াছড়ি জেলা প্রশাসক এবি.এম ইফতেখারুল ইসলাম খন্দকার, সদর সেনা জোন কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম, ব্রিগেডের জিটু. আই মেজর মোস্তাফা আরেফিন, এন.এস.আইয়ের যুগ্ম পরিচালক নাছির মোহাম্মদ গাজী, পুলিশের এএসপি মোহাম্মদ মিজান, বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ ফরিদ মিয়া, সিভিল সার্জন ডা. ছাবেরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
স্বদেশ বিচিত্রা/এআর