খুলনা মেট্রোপলিটন পুলিশের আয়োজনে সদর দপ্তরস্থ সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের সভাপতিত্বে সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) মোঃ আবু নাসের আল-আমিনের গোপালগঞ্জ জেলার সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) হিসেবে এবং সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) মোঃ আনোয়ার হোসেন মিয়ার ডিএমপিতে পদায়ন উপলক্ষ্যে বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
আজকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ কমিশনার মহোদয় কেএমপি’র পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট এবং স্মৃতি স্মারক প্রদান করেন। পুলিশ কমিশনার
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রদান করেন। বিদায়ী অতিথিকে উদ্দেশ্যে করে পুলিশ কমিশনার মহোদয় বলেন, ‘সরকারি চাকুরির বিধি অনুযায়ী বদলি জনিত কারণে কর্মস্থল পরিবর্তনের সাথে সাথে বন্ধুত্বেরও পরিবর্তন হয়। কিন্তু মানুষ কর্মকালীন সময়ের বিনয় ও সদাচরণ সারাজীবন মনে রাখে।’ উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ কমিশনার ও উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ কেএমপি’তে অবস্থানকালীন বিদায়ী অতিথির কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং পুলিশ কমিশনার ভবিষ্যতে সততা ও নিষ্ঠার সাথে কর্তব্য পালনের জন্য উপদেশ প্রদান করে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।’
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও)সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) জনাব রাশিদা বেগম, পিপিএম-সেবা (বর্তমানে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) এম এম শাকিলুজ্জামান (বর্তমানে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি)বি.এম নুরুজ্জামান, বিপিএম (বর্তমানে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) জনাব রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি)শেখ মনিরুজ্জামান মিঠু এবং ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক)মনিরা সুলতানা উপস্থিত ছিলেন।