১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
গৌরী পাল:

কৃষ্ণসখা

  • প্রকাশিত ১২:৩১:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ১৯৮ বার দেখা হয়েছে

কদম্ব তলায় দাঁডাইয়া কালা
শুধু বাঁশি যে বাজায়
যেনো ঘরে থাকা দায়।
প্রেম দাও প্রেম দাও বলিয়া কালা ধূলিতে লুটায়,
রাধা রানী কহে,
তোমারো বিরহে কৃষ্ণ অঙ্গ জ্বলি যায়
নয়নের বারি যেনো মেঘ হয়ে মাটিতে গড়ায়।
আমি শঙ্খ আর রাধা তুমি
সেই শঙ্খের চূড়ামনি,
দুগ্ধে মিশিয়া থাকে যেমন ননি।
রাধা শুধায় ওহে কানাই চন্দন ও হইয়া থাকিবা কি তুমি অঙ্গে?
মরনের কালেও যেনো পাই তোমায় সঙ্গে।

Tag :
জনপ্রিয়

শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে অনশন ভঙ্গ ১৮ তম নিবন্ধন প্রত্যাশীরা

গৌরী পাল:

কৃষ্ণসখা

প্রকাশিত ১২:৩১:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

কদম্ব তলায় দাঁডাইয়া কালা
শুধু বাঁশি যে বাজায়
যেনো ঘরে থাকা দায়।
প্রেম দাও প্রেম দাও বলিয়া কালা ধূলিতে লুটায়,
রাধা রানী কহে,
তোমারো বিরহে কৃষ্ণ অঙ্গ জ্বলি যায়
নয়নের বারি যেনো মেঘ হয়ে মাটিতে গড়ায়।
আমি শঙ্খ আর রাধা তুমি
সেই শঙ্খের চূড়ামনি,
দুগ্ধে মিশিয়া থাকে যেমন ননি।
রাধা শুধায় ওহে কানাই চন্দন ও হইয়া থাকিবা কি তুমি অঙ্গে?
মরনের কালেও যেনো পাই তোমায় সঙ্গে।