০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধ : স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, মরদেহ উদ্ধার

  • প্রকাশিত ০৬:১৬:১০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • ৬ বার দেখা হয়েছে

স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের কাগজি পাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১০ মে) সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের একটি কৃষি জমি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত জান্নাতি কাগজি পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা জাহিদুল হক একজন স্থানীয় কৃষক।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ জানান, মরদেহের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। তবে চূড়ান্ত মন্তব্যের আগে ময়নাতদন্ত প্রতিবেদন অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের চাচা খলিলুর রহমান দাবি করেন, “রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে জান্নাতিকে টেনে-হিঁচড়ে নিয়ে যায়। ভোরে বাড়ির পাশের জমিতে তার লাশ পাওয়া যায়।” তিনি জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তাদের সন্দেহ।

তবে স্থানীয়দের একটি অংশের দাবি, রাতে কোনো চিৎকার বা গোলমালের শব্দ তারা শোনেননি, যা ঘটনার কিছু দিক নিয়ে প্রশ্ন তুলছে। তারপরও জমি নিয়ে পুরনো শত্রুতার বিষয়টি একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না।

ওসি হাবিবুল্লাহ আরও জানান, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দ্রুত তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্বদেশ বিচিত্রা/এআর

Tag :
জনপ্রিয়

দেশে খাদ্য নিয়ে কোনো শঙ্কা নেই: খাদ্য ও ভূমি মন্ত্রনালয়ের-উপদেষ্টা আলী ইমাম মজুমদার

কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধ : স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, মরদেহ উদ্ধার

প্রকাশিত ০৬:১৬:১০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের কাগজি পাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১০ মে) সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের একটি কৃষি জমি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত জান্নাতি কাগজি পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা জাহিদুল হক একজন স্থানীয় কৃষক।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ জানান, মরদেহের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। তবে চূড়ান্ত মন্তব্যের আগে ময়নাতদন্ত প্রতিবেদন অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের চাচা খলিলুর রহমান দাবি করেন, “রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে জান্নাতিকে টেনে-হিঁচড়ে নিয়ে যায়। ভোরে বাড়ির পাশের জমিতে তার লাশ পাওয়া যায়।” তিনি জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তাদের সন্দেহ।

তবে স্থানীয়দের একটি অংশের দাবি, রাতে কোনো চিৎকার বা গোলমালের শব্দ তারা শোনেননি, যা ঘটনার কিছু দিক নিয়ে প্রশ্ন তুলছে। তারপরও জমি নিয়ে পুরনো শত্রুতার বিষয়টি একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না।

ওসি হাবিবুল্লাহ আরও জানান, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দ্রুত তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্বদেশ বিচিত্রা/এআর