মোফাচ্ছেল চৌধুরী মানিক শাহ
কার ছায়া দেখেছি আমি
কার ছায়া দেখেছি আমি
দক্ষিণ আকাশের নীলে।
ঝিরঝির সমীরন
তোলে যায় গুঞ্জন,
যেখানে মানুষ মনের গভীরে
হারিয়ে যায় দূর থেকে দূরে,
জানিনা এতদিন কাল ধরে
তুমি কোথায় ছিলে ?
কার ছায়া দেখেছি আমি
পূবের সূর্য উদয়ের সাথে।
রঙ্গিন আলো যেখানে করে খেলা
পাখিদের বসে কুহ-কাকলি মেলা,
ভোর সকালের আনন্দ ঘনক্ষণ
হৃদয় জুড়ে ভরে উঠে দিবা স্বপন,
আলোর পরশ জাগে
থেকে থেকে প্রভাতে।
কার ছায়া দেখেছি আমি
উদাস দুপুর বেলায়।
মানুষেই ছুটে একাকি ঊর্ধ্বশ্বাসে
জীবনটাই যেন উড়ে লু-বাতাসে,
মনের মাঝে মনেরই সাজে
বেদনা বিরহের সুর বাজে,
রোদের তপ্তক্ষণ থামে
সবুজের ছায়ায়।
কার ছায়া দেখেছি আমি,
দীঘল কালো কেশ।
রূপের মাধুরী কোন এক নারী
প্রজাপতির বেশে নানান বাহারি,
কাজলা দীঘির জলের পরে
জলকেলি অবিরত দুই করে,
ঝুরঝুর মৃদু শব্দ সুর তোলে
ছায়া যেন তার মায়ার বেশ।