রাজধানী মিরপুরে রবিবার দুপুর ৩.০০ টায় সেকশন ২, নং সনি সিনেমা হল চত্ত্বরে পুলিশের সোর্স এশিয়ান টিভির পরিচয় দানকারী কথিত সাংবাদিক তানভির আহম্মেদ গং দের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী, ৭১ এর সংগ্রাম পরিষদ ও ৭ নং ওয়ার্ড যুবদল।
মানব বন্ধনে বক্তারা বলেন, এই কথিত সাংবাদিক তানভির গং বিগত স্বৈরাচারী আওয়ামী লীগের শাসনামলে ডিসি জসিমের ছত্রছায়ায় বিএনপির নেতা কর্মীদের সংবাদ প্রকাশের ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে চাঁদা আদায় করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে সাংবাদিক তানভির গং, তাকে চাঁদা না দিতে অস্বীকৃতি জানালে পুলিশে ধরিয়ে দিত।
সংবাদ সম্মেলনে ইউসুফুর রহমান লিটন বলেন, এই তানভির শাহআলী থানার সাবেক অফিসার্স ইনচার্জ আনোয়ার, আসাদ, আমিনুলকে দিয়ে আমাকে নির্যাতন সহ আমার স্ত্রীকে অশোভন করে আমাকে বিভিন্ন মিথ্যা মামলায় গ্রেফতার করেছে।
তিনি আরো বলেন, এই তানভির এলাকার সাধারণ মানুষকে বিভিন্ন অভিযোগে ফাসিয়ে অর্থ আদায় করতো। আমি সকল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সঠিক তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক ।
তিনি বলেন, আপনারা যারা সততার সাথে সাংবাদিকতা করেন আপনাদের অনেকের একটা মটর সাইকেল নেই কিন্তু তার দুই দুইটি দামী গাড়ী, কি করে হলো তদন্ত করুন। সাংবাদিকতা একটি মহৎ পেশা এই তানভির এই পেশাকে কলংকিত করেছে তার দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।
বাদশা ভাষানী বলেন, আওয়ামী স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু এদেশ থেকে স্বৈরাচারী দোসরের, আওয়ামী পেত্মারা এখনো আছে। সাধারণ মানুষদের খতি সাধন করছে তাদের নির্মুল করতে হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক মিরপুর থানা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুফুর রহমান লিটন, সোহেল, ফারুক ৭১ এর সংগ্রাম পরিষদের বাদশা ভাষানী সহ স্থানীয় এলাকাবাসী ও সাধারণ ছাত্র জনতা।