লামা বান্দরবান: ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে বান্দরবান জেলায় আবারও শীর্ষস্থান অর্জন করেছে লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। প্রতিষ্ঠানটি থেকে শতভাগ শিক্ষার্থী পাস করার গৌরব অর্জন করেছে।
ফলাফল বিবরণী অনুযায়ী, স্কুলটির জেনারেল শাখা থেকে এ বছর ৯৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে, যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬ জন।
এ বছর বান্দরবান জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং তৃতীয় হয়েছে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। মূলত মোট পরীক্ষার্থীর সংখ্যা, জিপিএ-৫ প্রাপ্তি ও পাসের হারের ভিত্তিতে এই র্যাংকিং করা হয়েছে।
প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্যের কারণ প্রসঙ্গে প্রধান শিক্ষক মো. নুর হোসেন বলেন, ‘লেখাপড়া ও খেলাধুলার পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা নিয়মিত মেডিটেশন বা ধ্যান চর্চা করে। এর ফলে তারা সহজে পাঠে মনোযোগ দিতে পারে। স্কুলটি আবাসিক হওয়ায় শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের নিবিড় পরিচর্যা ও আন্তরিক প্রচেষ্টা তো রয়েছেই।’
স্কুলটির জেনারেল শাখার পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল শাখাও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এ শাখা থেকে দুইটি ট্রেডে ৫১ জন পরীক্ষায় অংশ নিয়ে ৫০ জনই উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪ জন।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত এই প্রতিষ্ঠান থেকে আড়াই শতাধিক শিক্ষার্থী দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে, যা প্রতিষ্ঠানটির শিক্ষার মানের পরিচায়ক।
তারেক আহামেদ বোখারী
লামা প্রতিনিধি