স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন রংপুর বিভাগে এসএসসি পরীক্ষার প্রথম দিনে বৃহস্পতিবার এক হাজার ৩৪১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির গড় হার শূন্য দশমিক ৮০ শতাংশ। সবচেয়ে বেশি অনুপস্থিতির সংখ্যা দিনাজপুর জেলায় এবং সবচেয়ে কম অনুপস্থিতি লালমনিরহাট জেলায়। বৃহস্পতিবার বোর্ডের ২৮০টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে বাংলা আবশ্যিক ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, চলতি এসএসসি পরীক্ষায় রংপুরে ৪০ কেন্দ্রে ৩০ হাজার ৯৬৪ জনের মধ্যে ২০৬ জন, গাইবান্ধায় ৪০ কেন্দ্রে ২২ হাজার ৭৫১ জনের মধ্যে ২০৩, নীলফামারীতে ২৭ কেন্দ্রে ১৯ হাজার ৮২৮ জনের মধ্যে ১৪৩, কুড়িগ্রামে ৩৪ কেন্দ্রে ১৮ হাজার ৩৬৫ জনের মধ্যে ১৫২ জন, লালমনিরহাটে ২০ কেন্দ্রে ১৩ হাজার ৭২ জনের মধ্যে ৯৯ জন, দিনাজপুরে ৬২ কেন্দ্রে ৩৪ হাজার ৬৮৭ জনের মধ্যে ২৭০, ঠাকুরগাঁওয়ে ২৪ কেন্দ্রে ১৬ হাজার ৪৫৭ জনের মধ্যে ১৫৮ জন এবং পঞ্চগড়ে ২২ কেন্দ্রে ১১ হাজার ৪৮২ জনের মধ্যে ১৫২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
বিভাগে মোট ১ লাখ ৬৭ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও প্রথম দিনে অংশ নিয়েছে ১ লাখ ৬৬ হাজার ২৬৫ জন।
স্বদেশ বিচিত্রা/এআর