০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

এডিটরস ফোরামের নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা : আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে

  • প্রকাশিত ১০:০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • ৩৫৯ বার দেখা হয়েছে

মুশফিকুর রহমান: অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, গতকাল কিছু মিডিয়া কর্তৃক আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। আমি বলেছি, ‘গন্ডগোল পাকিয়ে কোনো লাভ হবে না। এতে লোকজন আওয়ামী লীগের উপর আরো ক্ষেপে যাবে।’ ১৩ আগস্ট, মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে এডিটরস ফোরামের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের বাংলা পত্রিকার সম্পাদক ও এডিটরস ফোরামের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সিনিয়র সাংবাদিক দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক শামছুল হক দুররানী, ডেইলি প্রেজেন্ট টাইমস সম্পাদক ওমর ফারুক জালাল, দৈনিক দিনের আলো সম্পাদক ফজলুর রহমান জুলফিকার, দৈনিক আমাদের বাংলা পত্রিকার উপ-সম্পাদক আবু ফাতাহ মোহাম্মদ কুতুব উদ্দিন, সিনিয়র সাংবাদিক মুশফিকুর রহমান প্রমূখ।

স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের পর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে বলেন, খুনিদের পুনর্বাসনের বিষয়ে সতর্ক করে দিতে চাই, আমরা যেভাবে স্বৈরাচারকে ক্ষমতা থেকে নামিয়েছি, ঠিক একইভাবে স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টাকারীদেরও নামাতে সময় লাগবে না।

এদিকে, গত ১২ আগস্ট সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, আওয়ামী লীগকে ‘গন্ডগোল’ না পাকিয়ে দল গোছানোর পরামর্শ দেন। সেই সঙ্গে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে বলেন, গন্ডগোল পাকানোর মানে হয় না,গন্ডগোল পাকিয়ে তো লাভ হবে না। এতে লোকজন আরো ক্ষেপে উঠবে।”

Tag :
জনপ্রিয়

বগুড়ায় প্রতারনার অভিযোগে তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দানকারী ভুয়া ব্যারিস্টার শামীম গ্রেফতার

এডিটরস ফোরামের নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা : আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে

প্রকাশিত ১০:০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪

মুশফিকুর রহমান: অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, গতকাল কিছু মিডিয়া কর্তৃক আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। আমি বলেছি, ‘গন্ডগোল পাকিয়ে কোনো লাভ হবে না। এতে লোকজন আওয়ামী লীগের উপর আরো ক্ষেপে যাবে।’ ১৩ আগস্ট, মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে এডিটরস ফোরামের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের বাংলা পত্রিকার সম্পাদক ও এডিটরস ফোরামের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সিনিয়র সাংবাদিক দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক শামছুল হক দুররানী, ডেইলি প্রেজেন্ট টাইমস সম্পাদক ওমর ফারুক জালাল, দৈনিক দিনের আলো সম্পাদক ফজলুর রহমান জুলফিকার, দৈনিক আমাদের বাংলা পত্রিকার উপ-সম্পাদক আবু ফাতাহ মোহাম্মদ কুতুব উদ্দিন, সিনিয়র সাংবাদিক মুশফিকুর রহমান প্রমূখ।

স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের পর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে বলেন, খুনিদের পুনর্বাসনের বিষয়ে সতর্ক করে দিতে চাই, আমরা যেভাবে স্বৈরাচারকে ক্ষমতা থেকে নামিয়েছি, ঠিক একইভাবে স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টাকারীদেরও নামাতে সময় লাগবে না।

এদিকে, গত ১২ আগস্ট সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, আওয়ামী লীগকে ‘গন্ডগোল’ না পাকিয়ে দল গোছানোর পরামর্শ দেন। সেই সঙ্গে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে বলেন, গন্ডগোল পাকানোর মানে হয় না,গন্ডগোল পাকিয়ে তো লাভ হবে না। এতে লোকজন আরো ক্ষেপে উঠবে।”