পিরোজপুরের ইন্দুরকানীতে নৌ পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাড়েরহাট এলাকায় নৌ পুলিশ ফাঁড়ির আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
পাড়েরহাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি ও সুধীজনরা অংশ নেন।
এসময় নৌ পুলিশ সদস্যরা নৌপথে জলদস্যু ও ডাকাতদের হাত থেকে সুরক্ষা, মৎস্য আহরণ ও সংরক্ষণে আইন মেনে চলা এবং সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষায় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, নৌপথ নিরাপদ রাখতে জনসচেতনতা বৃদ্ধি ও জনগণের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। এজন্য পুলিশ ও জনগণকে একসাথে কাজ করতে হবে।
উঠান বৈঠকে নৌ পুলিশের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।