ঢাকা জেলার সাভার উপজেলা শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া বেরণ তেতুল তলা এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের চড়ক পূজা অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন নারা সরকারের কনিষ্ঠ পুত্র বুরুন সরকার ।
এসময় বরুণ সরকার জানান চৈত্র মাসে এবং বৈশাখ মাসে এই পূজা অনুষ্ঠিত হয়। এবার আমরা ৪ জন কে দিয়ে চরক পূজা সম্পন্ন করেছি। হিন্দুদের পাশাপাশি মুসলমান চাচা ভাই বাতিজাদের সহযোগিতায় এই অনুষ্ঠান সফল হয়েছে।আগে আমার পিতা নারা সরকারের নেতৃত্বে এই অনুষ্ঠান টি পরিচালনা হতো এখন আমি নিজেই পরিচালনা করেছি।
বরুন সরকার আরো বলেন সবার সহযোগিতা পেলে ভবিষ্যতে ও আরো ভালো করে করবো। চরক পূজা মানে সনাতনী ধর্মাবলম্বীদের মধ্যে থেকে সাহসীরা এই পূজায় অংশগ্রহণ করেন। যারা এই পূজায় অংশগ্রহণ করেন তাদের পিঠে লোহার তৈরি বিশেষ ধরনের ২ টি বরশি পিঠে চামড়ায় ফুড়িয়ে রশি দিয়ে বেঁধে, একটি গাছের খুঁটিতে ঘুরিয়ে সম্পূর্ণ করেন।
উক্ত পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারা সরকার।আশুলিয়া থানা পূজা উদযাপন কমিটির সভাপতি আশিষ নাগ হারু সাংগঠনিক সম্পাদক প্রদীপ বাবু। বেরন এলাকার দিলু সরকার, পল্লাদ সরকার, কার্তিক, বিবি সহ সনাতনী এলাকার মুরুব্বি গণ। উক্ত পূজা অনুষ্ঠানে কয়েক হাজার মানুষের সমাগম হয়।