সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশীদের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছেন চট্টগ্রামের ফটিকছড়ির শাহনগরের সন্তান আজিজুদ্দীন তালুকদার (৩৬)। ব্যক্তিগত সততা ও দায়িত্ববোধের কারণে দুবাই পুলিশ তাকে বিশেষ সম্মাননা প্রদান করেছে।
ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে। দুবাইয়ের নায়েফ গোল্ড সুক থেকে এক ব্রিটিশ দম্পতিকে গাড়িতে করে আল বাশরার একটি হোটেলে নামিয়ে দিয়ে বাসায় ফেরেন আজিজ। কিন্তু যাত্রীরা ভুলবশত তাদের হ্যান্ডব্যাগ গাড়িতে ফেলে যান, যেখানে ছিল পাসপোর্ট, ক্রেডিট কার্ড, আইফোন ও মূল্যবান কাগজপত্র।
পরে পুলিশ আজিজকে ফোন করলে তিনি মাত্র ১০ মিনিটের মধ্যে ব্যাগসহ থানায় হাজির হন এবং যাত্রীদের উপস্থিতিতে ব্যাগ ফিরিয়ে দেন। ব্রিটিশ দম্পতি তাকে নগদ অর্থ পুরস্কার দিতে চাইলে আজিজ তা প্রত্যাখ্যান করে জানান,
“এটা আমার দায়িত্ব, আর আমার পারিবারিক শিক্ষা – সততার বিনিময়ে আমি কিছু চাই না।”
দুবাই পুলিশ তার সততায় মুগ্ধ হয়ে তাকে সম্মাননা সনদ ও উপহার প্রদান করে। ব্রিটিশ দম্পতিও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ব্যাগ না পেলে তাদের পক্ষে লন্ডনে ফেরার নির্ধারিত ফ্লাইট ধরা সম্ভব হতো না।
আজিজ প্রমাণ করেছেন —
বিদেশে থেকেও সততা, দায়িত্ববোধ ও সৎ কাজের মাধ্যমে বাংলাদেশীদের সুনাম ছড়ানো সম্ভব।












