নন্দিনী আমি তোমার শরীরের,
আনাচ কানাচে খুঁজে,
বিষ পান করতে পারবো না।
ওর থেকে ভালো,
তুমি আমাকে মেরে ফেলো।
ক্ষতবিক্ষত করো।
নন্দিনী তুমি আমার মায়া,
আমার প্রকৃতি।
তোমার স্নিগ্ধ আবেশে
যেন আমার মৃত্যু হয়।
১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম








