০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক সীমানা অবৈধভাবে পারাপারের সময় পাচারকারীসহ সাতজন বাংলাদেশি আটক।।

  • প্রকাশিত ০৪:৪৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
  • ২৪৫ বার দেখা হয়েছে

মোঃ আইয়ুব আনছারী

 

দিনাজপুর জেলা বিরল উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (৪২) বর্ডার গার্ড ব্যাটালিয়ন গত ১৭ অক্টোবর ২০২৪ তারিখ অনুমানিক ০০০৫ ঘটিকায় দিনাজপুর জেলার বিরল উপজেলায় ০৬ নং ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শংকপনি নামক স্থানে কিশোরীগঞ্জ বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকায় সিমান্ত পিলার ৩৩০ মেইন পিলারে এর নিকট বর্তী আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধান ক্ষতের মধ্যে কিছু বাংলাদেশি নাগরিক বাংলাদেশ হতে অবৈধ ভাবে ভারত পারাপারের সময় বিজিবি টহল দল তাদের চ্যালেন্জ করে এবং ০৭ জনকে আটক করতে সক্ষম হয় বলে জানাযায় ।উল্লেখ্য আটক কৃত ০৭ জন বাংলাদেশি নাগরিক এর মধ্যে ০১ জন মানব পাচারকারী। এবং অন্য ০৬ জন দুই পরিবারের মানুষ বাংলাদেশি সাধারন নাগরিক। মানব পাচারকারী (১) মোঃ মোশাররফ হোসেন (৩৫) পিতা মোঃ আব্দুল আজিজ সাং ভান্ডারা (২)শ্রীঃ পলাশ চন্দ্র সেন (৩৩)পিতা শ্রীঃ রাবিন্দ্র নাথ সেন সাং বুড়ির হাট (৩)শ্রীঃ মতি পিয়াংকা রানি (৩০) স্বামী শ্রীঃ পলাশ চন্দ্র সেন সাং বুড়ির হাট (৪) শ্রীঃ ধ্রুবো চন্দ্র সেন (০৭) পিতা শ্রীঃ পলাশ চন্দ্র সেন সাং বুড়ির হাট সকলের ডাকঘরঃ বালান্দর উপজেলা বিরল জেলা দিনাজপুর (৫)শ্রীঃ মতি সম্পা রানি (২২) স্বামী শ্রীঃ জয়দেব মহন্ত (৬) শ্রীঃ মতি জবা রানি (০৬) পিতা শ্রীঃ জয়দেব মহন্ত (৭) শ্রীঃ মতি ঋতু রানি ০৩) পিতা শ্রীঃ জয়দেব মহন্ত সকলের সাং গোবিন্দপুর ডাকঘর কালিয়াগঞ্জ উপজেলা বিরল জেলা দিনাজপুর। আটক কৃত ব্যাক্তিদের ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিকদের বিরল থানার পুলিশের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিধীন আছে মর্মে জানিয়েছেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২)বিজিবি।

Tag :
জনপ্রিয়

খুলনায় গ্যাস সরবরাহের দাবিতে খুলনা নাগরিক সমাজের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আন্তর্জাতিক সীমানা অবৈধভাবে পারাপারের সময় পাচারকারীসহ সাতজন বাংলাদেশি আটক।।

প্রকাশিত ০৪:৪৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

মোঃ আইয়ুব আনছারী

 

দিনাজপুর জেলা বিরল উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (৪২) বর্ডার গার্ড ব্যাটালিয়ন গত ১৭ অক্টোবর ২০২৪ তারিখ অনুমানিক ০০০৫ ঘটিকায় দিনাজপুর জেলার বিরল উপজেলায় ০৬ নং ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শংকপনি নামক স্থানে কিশোরীগঞ্জ বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকায় সিমান্ত পিলার ৩৩০ মেইন পিলারে এর নিকট বর্তী আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধান ক্ষতের মধ্যে কিছু বাংলাদেশি নাগরিক বাংলাদেশ হতে অবৈধ ভাবে ভারত পারাপারের সময় বিজিবি টহল দল তাদের চ্যালেন্জ করে এবং ০৭ জনকে আটক করতে সক্ষম হয় বলে জানাযায় ।উল্লেখ্য আটক কৃত ০৭ জন বাংলাদেশি নাগরিক এর মধ্যে ০১ জন মানব পাচারকারী। এবং অন্য ০৬ জন দুই পরিবারের মানুষ বাংলাদেশি সাধারন নাগরিক। মানব পাচারকারী (১) মোঃ মোশাররফ হোসেন (৩৫) পিতা মোঃ আব্দুল আজিজ সাং ভান্ডারা (২)শ্রীঃ পলাশ চন্দ্র সেন (৩৩)পিতা শ্রীঃ রাবিন্দ্র নাথ সেন সাং বুড়ির হাট (৩)শ্রীঃ মতি পিয়াংকা রানি (৩০) স্বামী শ্রীঃ পলাশ চন্দ্র সেন সাং বুড়ির হাট (৪) শ্রীঃ ধ্রুবো চন্দ্র সেন (০৭) পিতা শ্রীঃ পলাশ চন্দ্র সেন সাং বুড়ির হাট সকলের ডাকঘরঃ বালান্দর উপজেলা বিরল জেলা দিনাজপুর (৫)শ্রীঃ মতি সম্পা রানি (২২) স্বামী শ্রীঃ জয়দেব মহন্ত (৬) শ্রীঃ মতি জবা রানি (০৬) পিতা শ্রীঃ জয়দেব মহন্ত (৭) শ্রীঃ মতি ঋতু রানি ০৩) পিতা শ্রীঃ জয়দেব মহন্ত সকলের সাং গোবিন্দপুর ডাকঘর কালিয়াগঞ্জ উপজেলা বিরল জেলা দিনাজপুর। আটক কৃত ব্যাক্তিদের ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিকদের বিরল থানার পুলিশের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিধীন আছে মর্মে জানিয়েছেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২)বিজিবি।