০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মোহাম্মদ আলীম-আল-রাজী:

অর্ধেক স্বস্তি

  • প্রকাশিত ০৬:৪২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬ বার দেখা হয়েছে

চালের দাম কিছুটা কমে,
শ্বাস নিলো গরিব ঘরে।
তবু বাজারে আগুন রয়ে,
সবজির ঢেউ সবার চোখে।

পেঁয়াজ আজ রক্তের দামে,
চোখের জলে রান্না থামে।
স্বস্তি আসে অর্ধেক ভেসে,
জীবন কাঁদে অভাব ঘেষে।

চালের ভাত মিললো ঠিকই,
তরকারিতে আগুন ঢুকি।
বাজারে এই দোলা ভাঙে,
মানুষ থাকে বোঝা টানেই।

Tag :
জনপ্রিয়

শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে অনশন ভঙ্গ ১৮ তম নিবন্ধন প্রত্যাশীরা

মোহাম্মদ আলীম-আল-রাজী:

অর্ধেক স্বস্তি

প্রকাশিত ০৬:৪২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

চালের দাম কিছুটা কমে,
শ্বাস নিলো গরিব ঘরে।
তবু বাজারে আগুন রয়ে,
সবজির ঢেউ সবার চোখে।

পেঁয়াজ আজ রক্তের দামে,
চোখের জলে রান্না থামে।
স্বস্তি আসে অর্ধেক ভেসে,
জীবন কাঁদে অভাব ঘেষে।

চালের ভাত মিললো ঠিকই,
তরকারিতে আগুন ঢুকি।
বাজারে এই দোলা ভাঙে,
মানুষ থাকে বোঝা টানেই।