চালের দাম কিছুটা কমে,
শ্বাস নিলো গরিব ঘরে।
তবু বাজারে আগুন রয়ে,
সবজির ঢেউ সবার চোখে।
পেঁয়াজ আজ রক্তের দামে,
চোখের জলে রান্না থামে।
স্বস্তি আসে অর্ধেক ভেসে,
জীবন কাঁদে অভাব ঘেষে।
চালের ভাত মিললো ঠিকই,
তরকারিতে আগুন ঢুকি।
বাজারে এই দোলা ভাঙে,
মানুষ থাকে বোঝা টানেই।








