টিসিবির কর্মসূচী ট্রাকসেল বন্ধ, ৪৩ লাখ পরিবারের কার্ড বাতিল শিরোনামে ১০ জানুয়ারী ২০২৫ দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সংবাদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ বকুল বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন।
নেতৃদ্বয় বলেন, যে সময় সাধারণ মানুষ শুধু নয় সমগ্র দেশবাসি খাদ্যমূল্যের উর্ধগতি ও নিত্যপ্রয়োজনীয় জিনিষ বিশেষ করে খাদ্য দ্রব্য ক্রয়ে হিমশিম খাচ্ছে। সে সময়ে অনিয়মের অভিযোগ তুলে ট্রাকসেল বন্ধ কোনোভাবেই গ্রহনযোগ্য নয়। অনিয়মকে নিয়মে আনা এবং ট্রাকসেল চালু রাখা সম্ভব ছিলো, যা বানিজ্য মন্ত্রণালয় এই দায় এড়াতে পারে না। বিবিএস এর হিসেবে সর্বশেষ ডিসেম্বরে খাদ্য মুল্যস্ফ্রীতি ছিলো ১২ দশমিক ৯২ শতাংশ। নেতৃদ্বয় আরো মনে করেন, ট্রাকসেল, ওএমএস এবং কৃষি বিপনন অধিদপ্তরের উদ্যেগও যথেষ্ঠ নয়। সাধারন মানুষের খাদ্য ও নিত্যপণ্য ক্রয় এবং জীবন ধারন ও স্বস্তির লক্ষ্যে রেশনিং ও ন্যয্য মুল্যের দোকান এখন সময়ের দাবী। এদিকে মরার উপর খারার ঘা সরকার শতাধিক পণ্যে ও সেবার উপর অর্থ বছরের মাঝে নতুন ভ্যাট আরোপ দেশবাসীর জীবনকে আরো অসহনীয় করে তুলবে।
অবিলম্বে ট্রাকসেল চালু এবং পণ্যে ও সেবায় আরোপিত ভ্যাট প্রত্যাহার করে, দেশবাসির জীবনে স্বস্তি নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
বার্তা প্রেরক (মোস্তফা আলমগীর রতন) সদস্য, কেন্দ্রীয় প্রচার বিভাগ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মোবাইল : ০১৭১৫১৫৫৩৮৭
অবিলম্বে ট্রাকসেল চালু এবং শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট প্রত্যাহারের দাবি —বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি
Tag :
জনপ্রিয়