০৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
দৈনিক স্বদেশ বিচিত্রা ডেক্সঃ

অনুপ্রাসের প্রাণপুরুষ কবি শেখ সামসুল হকের প্রয়াণে যারা শোক প্রকাশ করেছেন

  • প্রকাশিত ০২:০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ৯২ বার দেখা হয়েছে

অনুপ্রাস জাতীয় কবি সংগঠনের সভাপতি কবি ও সাংবাদিক শেখ সামসুল হক চলে গেলেন না ফেরার দেশে -রাত ১২.১ মিনিটে ২৫-০৭- ২০২৫ তারিখ।
আপনার আত্মা শান্তিতে থাকুক। ওপারে ভাল থাকুন। অনুপ্রাস যতদিন ততোদিন আপনি চিরস্মরণীয়………………।

অনুপ্রাস পরিবারের পক্ষ থেকে আপনার এই অকাল প্রয়ানে আমরা গভীরভাবে শোকাহত, তাঁর আত্মার চিরশান্তি কামনা করছি। তাঁর পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা …………….।

বার্তা : রীনা তালুকদার, মহাসচিব, অনুপ্রাস জাতীয় কবি সংগঠন
Shihab Sarkar
পরলোকে শান্তিতে থাকুন। আপনার মধুর সংগ স্মৃতিতে গেঁথে আছে।
Shamsunnahar Faruq
জাতীয় কবি সংগঠন অনুপ্রাসের সভাপতি আমাদের দীর্ঘদিনের পথ চলার সাথী কবি ও সাংবাদিক শেখ সামসুল হক গতকাল রাতে পৃথিবীর মায়া ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) তিনি নিজে শুধু কবিই ছিলেন না, ছিলেন একজন দক্ষ সংগঠক যার অনুপ্রেরণায় কবি লেখকেরা হাজির হয়েছেন অনুপ্রাসের প্লাটফর্মে, সৃষ্টি করেছেন অনেক কবি সাহিত্যিক। অনেকদিন ধরেই তিনি অসুস্থতায় ভুগছিলেন। এই অবস্থায়ও তিনি সুষ্ঠভাবে সংগঠনের কাজকর্ম চালিয়ে গিয়েছেন এবং সকলের খবরাখবর রেখেছেন। সাহিত্যের প্রতি নিবেদিতপ্রাণ এমন একজন মানুষ এখন পাওয়া কঠিন।
প্রিয় কবি, অসীম শ্রদ্ধা আপনার জন্য। আপনি যেখানেই থাকুন ভালো থাকুন। আমি উনার আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ উনাকে বেহেশত নসিব করুন — আমিন।
Lily Haque
সারাটা জীবন ও যৌবনের সূবর্ণ মুহূর্ত দিয়েছেন এই মহান সাহিত‍্য সাধক দেশ জাতি পতাকাকে ভালোবেসে
শেখ সামসুল হক ভাই আমার সাংগঠনিক শিক্ষক। সম্পাদনার শিক্ষক। প্রেসরিলিজ লিখার বাল‍্যশিক্ষা পাঠ নিয়েছি উনার কাছ থেকে। আমার নাম বলে অন‍্যদেরকে ইন্সপায়ার্ড করতেন। কঠিনে কোমলে তিনি ছিলেন আমার বাল‍্য শিক্ষা পাঠের গুরু। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় চোখের জলে স্বরণ করছি।

হাসনাইন সাজ্জাদী
অনুপ্রাসপ্রাণ কবি শেখ সামসুল হক
আমার কাব্যগুরুর প্রয়াণে গভীর শোক
————————————-
অনুপ্রাসপ্রাণ কবি ও সংগঠনের অন্তপ্রাণ কবি শেখ সামসুল হক আমার কাব্যগুরু। তাঁর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। গতরাত ১২টার দিকে তিনি জীবনস্পন্দন হারিয়েছেন। মৃত্যুকালে তিনি জাতীয় কবি সংগঠন অনুপ্রাসের সভাপতি ছিলেন। তাঁর শারীরিকভাবে মৃত্যু ঘটলেও তিনি অমর হয়ে থাকবেন আমাদের বিজ্ঞান কবিতার ইতিহাসে। আমাদের অনুপ্রাসের পথ চলায়।
প্রায় ৩৯ বছরের পথচলায় তার সঙ্গে আমার গুরু-শিষ্য সম্পর্ক থাকলেও গত এক দশক থেকে আমি আলাদাভাবে বিজ্ঞান কবিতা আন্দোলন করি এবং অনুপ্রাসে এ আন্দোলন কবি রীনা তালুকদার করে আসছিলেন।
১৯৮৬ খ্রিষ্টাব্দে অনুপ্রাস প্রতিষ্ঠার কয়েক মাসের মধ্যেই আমি তাতে যোগদান করি। ১৯৮৮ খ্রিষ্টাব্দে আমার বিজ্ঞান কবিতার থিয়োরি আমি প্রথম অনুপ্রাসেই উপস্থাপন করি। অনুপ্রেরণা ছিল তারই।তখন ‘নতুন প্রজন্মের কবিতা’ নামে ছিল এর পথ চলা। লেখি বিজ্ঞান কবিতার রূপরেখা গ্রন্থ। পরবর্তীকালে ২০১৫ খ্রিষ্টাব্দে জাপানের টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্ট্যাডিজে উপস্থাপন করি ‘বিজ্ঞান যুগে বিজ্ঞান কবিতা’র থিয়োরি। আরো পরে উপস্থাপন করি অর্থনৈতিক বিজ্ঞানবাদ। বিজ্ঞান কবিতার থিয়োরি প্রথমে দৈনিক নব অভিযান ও পরবর্তীকালে ধারাবাহিকভাবে দৈনিক পত্রিকায় তা ‘নতুন প্রজন্মের কবিতা’ শিরোনামে প্রকাশিত হয়। কবি কামাল মাহমুদ ভাই তখন বার্তা সম্পাদক ছিলেন দৈনিক পত্রিকায়। আজ যিনি বাংলাদেশ প্রতিদিনের বার্তা সম্পাদক। বিজ্ঞান কবিতা আন্দোলনের উৎপত্তি থেকে এই আন্দোলনের পূর্বাপর এর বিকাশে তাঁর পৃষ্ঠপোষকতা ছিল। আমার ঢাকায় প্রথম সাহিত্য ও সাংবাদিকতায় যুগপৎ গুরু ছিলেন কবি শেখ সামসুল হক। সামসু ভাই বাংলাকাব্যের বাঁক বদলে এক দেবতুল্য মানুষ। তাঁর সাহচর্য না পেলে আমার মাথায় এ আইডিয়া আসতো কি না তা নিয়ে আমার নিজের মধ্যেইই সংশয় রয়েছে। আজ সে মহর্ষীর মহাপ্রয়াণ ঘটলো।
প্রিয় কবি প্রিয় মানুষ সামসু ভাই অনেক দিন থেকেই ছিলেন অসুস্থ। তাঁর এ মহাপ্রয়াণে গভীর শোক ও সমবেদনা জানাই। অনেক দিন থেকে সাক্ষাৎ ছিল না গুরুর সঙ্গে। আর চিরতরে দেখা হবে না। এবার থেকে অদৃশ্য লোকে যাবো গুরু ভজে …

Animesh Baral
যাঁর হাত ধরে সাহিত্যে জগতে প্রবেশ করেছিলাম, আমার সাহিত্য গুরু কবি ও সাংবাদিক শেখ সামসুল হকের মৃত্যুতে আমি শোকাভিভূত। কিছু বলার ভাষা নেই। আমরা হারালাম একজন সফল সংগঠক ও অভিভাবক। তাঁর বিদেহ আত্মার শান্তি কামনা করছি।আল্লাহ তাঁকে জান্নাত বাসী করুন ।

Hasina Matin
তাঁর হাত ধর লেখার জগতে উচ্চ শিখরে অনুপ্রবেশ কৃতজ্ঞতা জানাই তার প্রতি। বারে বারে তিনি আমাকে ডাকতেন এই হাসিনা মতীন আজকে মিটিংয়ে আসবেন কথাগুলি খুব মনে পড়ছে
কবীর হোসেন
আমার কবিতার প্রতিও তার একটা টান ছিল। সংগঠনের আড়ালে তিনি মূলত ছিলেন কবিই। প্রচুর জানাশোনা ছিল। কিন্তু স্ংগঠনের কারণে তার লেখালেখি বাধাগ্রস্ত হয়েছে। আল্লাহ মাফ করুন

Chashibhai Poet
তিনি আমাকে ভীষণ ভালো বাসতেন। পারিবারিক বিষয় ও শেয়ার করতেন।প্রকৃত সাহিত্য সেবী। তাকে শেষ শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আনবে না।জোট হয়েছে পক্ষপাতদুষ্ট সংগঠন।

Linda Amin
হে আল্লাহ আপনি শেখ সামসুল হক ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন মাওলা আমিন।
পয়ত্রিশ বছর আগে পরিচয় কবি খোশনুর আপার কবিতা সংগঠন অনুপ্রাসের অনুষ্ঠানে। আপার বাবার বাড়ীতে। সেই থেকেই তাঁর সাথে ছিলাম অনুপ্রাসের প্রতিটি কবিতা আড্ডায়। পরবর্তীতে পাঁচ বছর আমার বাসাতেই খোশনুর আপা সামসুল ভাই এবং অসংখ্য কবি সাহিত্যিকের উপস্থিত তে আমি আয়োজন করেছি কবিতার আড্ডা অনুপ্রাসের।
কবি সাংবাদিক শেখ সামসুল হক ভাইয়ের কাছে কবিতার ব্যকরণ নির্ভূলভাবে শিখেছিলাম। আমি কৃতজ্ঞ তাঁর জন্য। আপনি যেখানেই থাকুন, ভালো থাকুন।

Panjab Biswas
আমরা শোকাহত
অনুপ্রাস জাতীয় কবি সংগঠন এর অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি ও সাংবাদিক শেখ সামসুল হক ইন্তেকাল করেছেন! (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজি উন) কবি শেখ সামসুক হকের আত্মার মাগফিরাত কামনা করছি।।

Soma Khan
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেখ শামসুল হক ভাই কেবল একজন কবি এবং সাংবাদিক ছিলেন না তিনি ছিলেন সংগঠক হিসেবে অনন্য দৃষ্টান্ত। শামসু ভাই কেবল অনুপ্রাস জাতীয় কবিতা সংগঠনের সভাপতি নন রাজধানী সহ দেশের আনাচে কানাচে অগণিত অসংখ্য ছেলেমেয়ের সাহিত্যঙ্গনে প্রবেশের প্রবেশদ্বারের ভূমিকায় দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। পরপারে চিরশান্তিতে থাকুন,আপনার জন্য অসীম শ্রদ্ধা।
আঞ্জুমান আরা লিপি
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।বিনম্র শ্রদ্ধার সাথে গভীরভাবে শোক ও সমবেদনা প্রকাশ করছি। পরম দয়াময় আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। উনার পরিবারের সকলকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য্য দান করুন। আল্লাহ আমাদের সকল ভুল ত্রুটি মাফ করে দিন।

Hossain Shohid Shorowardi
বাংলাদেশের সাহিত্য অঙ্গনে একজন ভালো,একনিষ্ঠ ও সফল সংগঠককে হারালাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন।
নুরুল্লাহ মাসুম
শেখ সামসুল হক ভাইয়ের প্রয়াণে শোকাহত! সমবেদনা জানাই পরিবারের সদস্যদের প্রতি। যেখানেই থাকুন, ভালো থাকুন সামসুল হক ভাই।

H M Shakhawat Hossain
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ পাক তাঁকে জান্নাতুল ফেরদাউসের সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সকলকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দিন, আমিন, আমিন, সুম্মামিন

K M Saifulla Bhuyian
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনুপ্রাসের প্রাণ কবি শেখ শামসুল হক এর আত্মার মাগফেরাত কামনা করছি,, তার শোক সন্তপ্ত পরিবার পরিজন ও প্রিয়জনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন এবং মদিনা ওয়ালার সাথে যুক্ত করুন আল্লাহ।

Zaman Wahid
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।বিনম্র শ্রদ্ধার সাথে গভীরভাবে শোক ও সমবেদনা প্রকাশ করছি। পরম দয়াময় আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। উনার পরিবারের সকলকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য্য দান করুন। আল্লাহ আমাদের সকল ভুল ত্রুটি মাফ করে দিন।

Nazma Akter Nazu
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বেহেশত নসীব করুন, শামসুল হক ভাইজানের আত্মার মাগফিরাত কামনা করছি। উনার ভাল কাজের উত্তম পুরস্কার দান করুন, উনার অভাব পূরণ হবার নয় আমরা আমাদের বটগাছ কে হারিয়েছি। সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে উনি একজন বীরশ্রেষ্ঠ ছিলেন , বিনম্র শ্রদ্ধা।

Prof-Dr Mostafa Dulal
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। আল্লাহ তাঁকে বেহেশতের উচ্চ মাকামে স্থান দিন। শোক সন্তপ্ত পরিবারের সকলকে এই শোক সহ্য করার ক্ষমতা দান করুন হে আল্লাহ।

Matiar Patwari
চলে গেলেন শামসু ভাই। অনেকদিন ধরে ওনার খবর পাচ্ছিলাম না, ওনার কি হয়েছিল তাও জানিনা। উনার সঙ্গে আমার পরিচয় গত শতাব্দীর ৮৬। তখন আমি মাস্টার্স পরীক্ষা দিয়ে রাজশাহী থেকে ঢাকায় এসেছি। পরিচিত পরিসরটা খুবই ছোট ছিল তখন। উনার মাধ্যমে অনেকের সাথে আমার পরিচয় হয়। ওনার প্রকাশনী থেকে আমার প্রথম গল্পগ্রন্থ কৃষ্ণ ধবল যৌবন প্রকাশ পায়। ওনার আত্মার মঙ্গল কামনা করছি।

Razen Dash
কবি শেখ সামসুল হক আমার লেখালেখির গুরু।২২৫ফকিরাপুলে অনেক স্মৃতি মনকে কাঁদায়। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি
অনুপ্রাস জাতীয় কবি সংগঠনের নির্বাহী সভাপতি, একনিষ্ঠ ও সাহসী কবি শেখ সামসুল হকের পরলোকগমনে আমরা গভীর শোকাহত।
বাংলা সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্রের প্রস্থান আমাদের সাহিত্যিক সমাজে এক অপূরণীয় ক্ষতির কারণ। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বিদেহী আত্মার শান্তি ও জান্নাত কামনা করছি। শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি রইল আমাদের গভীর সমবেদনা। তাদের সকলকে এই শোক সহ্য করার ক্ষমতা মহান আল্লাহ দান করুন।

Kazi Hemayet
আমাদের প্রিয় কবি ও সাংবাদিক শেখ সামসুল হক ভাই আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের এবং পৃথিবীর মোহমায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছেন। এই মহৎ ব্যক্তির উৎসাহ ও উদ্দীপনায় কবি জগতে স্থান করতে পেরেছি। আমার মত অনেকেই কবি জগতে স্থান করে কবি হয়েছেন তার সহযোগিতা সহমর্মিতায়।মহান আল্লাহর কাছে ফরিয়াদ করি হে আল্লাহ আপনি এই মহৎ ব্যক্তিকে বেহেস্ত নসিব করুন এবং তার রুহের মাকফেরাত কামনা করি। আমিন, সবার কাছে আমি তার জন্য দোয়া প্রার্থনা করছি।
কবি চাঁছাছোলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
আমার মতো একজন অখ্যাত মানুষকেও যিনি পরম মমতায় প্রতিটি প্রোগ্রামে অংশ গ্রহণের জন্য আকুল আহবান জানাতেন । তার মতো নিষ্ঠাবান কবি সংগঠক একালে পাওয়া দুষ্কর । আমার আজীবন উজ্জ্বল ভাস্বর হয়ে থাকবে এমন বহু গুণে গুণান্বিত এক মানব হিতৈষী কবির সকল স্মৃতি । আমি তাঁকে গভীরভাবে শ্রদ্ধাঞ্জলি ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত জানাই ।

শ্রদ্ধাঞ্জলি: এক সাহসী কবির অনন্য অভিযাত্রা -ফরিদুজ্জামান….
কবি শেখ সামসুল হক—শুধু একজন কবি নন, ছিলেন এক মানবিক, নিরাভিমান, অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। ষাটের দশকের সাহিত্যের শক্তিশালী প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সম্পাদক, সংগঠক, সাদা মনের মানুষ6 এবং একজন সত্যিকার বাংলাদেশ প্রেমিক।
তাঁর কাব্যযাত্রার সূচনা হয়েছিল “শীতের বুড়ি” কবিতার মাধ্যমে, কিন্তু সেই ছোট্ট পদচিহ্নই পরে রূপ নেয় সাহস ও স্বাধীনতার এক দীর্ঘ কবিতা-মিছিলে। “চমৎকার সাহস”, “যাই ফিরে যাই”, “রমণীয় স্বাধীনতা”—এই কাব্যগ্রন্থগুলো যেন বাংলার প্রতিবাদী কণ্ঠ, প্রেমের অনুরণন ও মুক্তির চেতনার স্মারকলিপি।
কবি শেখ সামসুল হক ছিলেন শব্দের যোদ্ধা, যিনি কলমে লিখেছেন কারাগারের বুলেট বুকে অনুভূতির আভাস। তাঁর লেখা “একটি বুলেটের জন্য” শুধু একটি কবিতা নয়, এক আবেগমথিত ইতিহাস বটে।
সাহিত্য সংগঠক হিসেবে তিনি ছিলেন অনুপ্রাস জাতীয় কবি সংগঠনের প্রাণ। দেশজ ও আঞ্চলিক সাহিত্যচর্চায় তাঁর অবদান যেমন ফরিদপুর সাহিত্য উন্নয়ন সংস্থা ও ফরিদপুর যাদুঘর—তেমনি অসংখ্য পত্রিকা ও সম্পাদনায় তাঁর স্পর্শে প্রাণ পেয়েছে বাংলা সাহিত্যের নানা মুখ।
তাঁর অর্জিত সাহিত্য পুরস্কারগুলো তাঁর কাব্যিক গুণ ও অনুরাগীদের অকৃত্রিম ভালোবাসার প্রতিচ্ছবি।
ইতিহাসের ছাত্র হয়ে বাংলা সাহিত্যে ইতিহাস সৃষ্টি করা এক অসামান্য যাত্রা। আজ তাঁর অস্তিত্ব অমর হয়ে থাকছে আমাদের কবিতা, প্রতিষ্ঠান, আদর্শ ও স্মরণে।
একজন কবি চলে গিয়েছেন, কিন্তু তাঁর শব্দেরা রয়ে গেছে আমাদের হৃদয়ে ও মানুষের মনন মেধায়।
শ্রদ্ধার্ঘ্য রইল সেই কবিকে, যিনি জীবনকে দেখেছিলেন কবিতার চোখ দিয়ে। শেখ সামসুল হক (২২ নভেম্বর ১৯৪৯ – ২৫ জুলাই ২০২৫)

শোক সংবাদ-Fariduzzaman Fariduzzaman
আমার চাচাতো ভগ্নিপতি কবি, সংগঠক, অনুপ্রাসের সভাপতি, ফরিদপুরের প্রথম লোক সাহিত্য গবেষক, সাংবাদিক , সংগঠক, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাকালীন সদস্য , আলাওল সাহিত্য পুরস্কারের প্রস্তাবক, মাসিক গণমন পত্রিকার সম্পাদনা পরিষদ সদস্য, মাসিক অগ্রদূত পত্রিকার নির্বাহী সম্পাদক, সাপ্তাহিক আমাদের দেশ পত্রিকায় ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক নব অভিযান পত্রিকার সাহিত্য সম্পাদক, অনুপ্রাসের প্রধান নির্বাহী,একাধিক গ্রন্থের রচয়িতা, বাংলাদেশ স্কাঊটস এসোসিয়েশনের গণসংযোগ অফিসার, মাসিক নীলাঞ্জনর সম্পাদক,স্বাধীনতা যুদ্ধে বন্দী ও প্রহৃত এস এম সামসুল হক ঢাকাস্ত নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ বাদ মাগরেব মরহুমকে ফরিদপুর শহরে কবরস্ত করা হবে। সবাই মরহুমের আত্মার শান্তির জন্য মহান পরওয়ারদেগারের কাছে দোয়া করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

শ্রদ্ধাঞ্জলি -জে এস এম অনিক…
অনুপ্রাসের কর্ণধর, বিশিষ্ট কবি ও সাংবাদিক শেখ শামসুল হক ভাইয়ের ইন্তেকালের খবর আমাদের হৃদয়ে গভীর শোকের ছায়া ফেলেছে।
তিনি ছিলেন শব্দের সাধক, ভাষার শিল্পী এবং সত্যান্বেষী সাংবাদিকতার এক উজ্জ্বল প্রতীক। তাঁর কবিতায় যেমন ছিল সমাজ ও মনের কথা, তেমনি তাঁর লেখনী ছিল সময়ের দর্পণ।
আমরা হারালাম এক আলোকবর্তিকা, এক প্রজ্ঞাবান অভিভাবক, যিনি নিজ হাতে তৈরি করেছিলেন সাহিত্য ও সাংবাদিকতার অনন্য এক ভুবন।
আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন, এবং পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের এই শোক সইবার শক্তি দান করুন।আমিন।

প্রফেসর ড. মোস্তফা দুলাল-কবি, লেখক ও গীতিকার
সহ-সভাপতি, অনুপ্রাস জাতীয় কবি সংগঠন
সাবেক বিভাগীয় প্রধান, প্রাণিবিদ্যা বিভাগ,সরকারি তিতুমীর বিশ্ববিদ্যালয় কলেজ,ঢাকা, বাংলাদেশ। তারিখ: ২৫-০৭-২০২৫
Kazi Hemayet
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ এই মহান ব্যক্তি কবি সেখ শামসুল হক ভাইকে বেহেস্ত নসিব করুন আমিন।

Gmr Mizan Milky
সালটা ১৯৮৪,ঘড়িতে বিকেল ৪ ধর ধর করছে। আমি তখন আমি মতিঝিল থানায় কর্মরত।সাংবাদিক নবেন্দু চৌধুরীর ফোন কল পেয়ে ফকিরের পুলে তাঁর অফিসে চাপানের আমন্ত্রণে গিয়ে হাজির হলাম।সেখানেই প্রথম পরিচয় সদ্যপ্রয়াত কবি সামসুল হক আমাদের সামসু ভাইয়ের সাথে।তার আমন্ত্রণেই পরদিন বিকেলে বনানী ৪ নং সড়কস্হীত কবি খোশনুর আপার বাসায় হাজির হলাম। পাশাপাশি প্রবাহিত দুটি সাগরের মিলনস্হলে আমি অখ্যাত, শ্রোতহীন,গতিহীন ছোটনদীর যে অসহায়ত্ব আমার তথৈবচ অবস্হা। কাব্যিক শহরের নিভৃত পল্লীতে সেই থেকেই কাব্যসারথী সামসু …

Ayesha Siddiqua
ইন্নাল্লাহা ইন্নালিল্লাহি রাজিউন ভাষা নাই তার সম্পর্কে কিছু লিখার ভাষা এ মুহূর্তে আমার জানা নেই। এ প্রজন্মে দ্বিতীয় কোন সামসুল হক আসবে কিনা জানিনা মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুন করছি

কবি এম ইউনুস ফার্সি
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজি উন ….আমরা গভীরভাবে শোকাহত।
আমাদের অভিভাবক ও সাহিত্য অঙ্গনের আলোর দিশারী, অনুপ্রাস জাতীয় কবি সংগঠন এর অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি ও সাংবাদিক শেখ সামসুল হক গতকাল রাতে ইন্তেকাল করেন. ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজি উন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর।মৃত্যু কালে তিনি স্ত্রী, এক ছেলেএক মেয়ে সহ অসংখ্য বন্ধু বান্ধব গুন গ্রাহী রেখে গেছেন। জনাব সামসুল হকের জম্ম ফরিদপুর জেলায়। মরহুমের নামাজে জানাজা তার গ্রামের বাড়ির মধুপুর ফরিদপুর মসজিদে অনুষ্ঠিত হবে।
এদেশের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গন তার অবদান স্বরণ রাখবে।আমরা কবি শেখ সামসুক হকের আত্মার মাগফিরাত কামনা করছি।।

Nashir Molla
আলোকিতো মানুষদের আত্মা যেনো আলোকিত থাকে মহান আল্লাহ্ আপনি নিজ গুনে তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম নসীব করুন, আমিন।।

Ashouk Dhar
জাতীয় কবি সংগঠন অনুপ্রাসের প্রতিষ্ঠাতা আমাদের সকলের শ্রদ্ধেয় গুরু কবি শেখ সামসুল হক আর আমাদের মাঝে নেই। তাঁর প্রয়াণে তার সৃষ্টি ও সৃজনশীলতার প্রতি র ইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। তাঁর সৃজনশীল কর্মকাণ্ড আমাদের ও জাতীর কাছে অমর হয়ে থাকবেন কবি শেখ সামসুল হক।

Khaza Nasir Uddin
কবিতা সাহিত্যে সংগঠনে নিজ জীবনকে উৎসর্গ করেছেন সেই মহান ব্যক্তির প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানাচ্ছি।

Journalist Ranjit Modak
অনেক স্মৃতি অনেক কথা এই সংগঠন প্রিয় মানুষ কবি সাংবাদিক সামসুল হক। দৈনিক নব অভিযান থেকে নারায়ণগঞ্জ জেলা অনুপ্রাস গঠনের অগ্রপথিক হিসেবে আমি ছিলাম। সে আজ ইতিহাস। বিনম্র শ্রদ্ধা রইল কবি সাংবাদিক সামসুল হক এর প্রতি।

Jamal Uddin Jamal
সীমাহীন কষ্ট পেলাম তার মৃত্যুর খবর শুনে।৮০’ র দশকে দৈনিক পত্রিকায় অনুপ্রাস পেইজ বের করার ব্যবস্থা কের দিয়েছিলাম। সেখান থেকে বন্ধুত্ব। দীর্ঘদিন দেখা নেই।কতো স্মৃতি আজ স্পষ্ট ফিল্মসের মতো ভেসে উঠছে। কিছু করার নাই।নিয়তি।মরন তোমায় কোনদিনও পারবে না কভু কেড়ে নিতে। হে আমার দয়াময় আপনি সামসু ভাইকে ক্ষমা করে দিন।তাকে জান্নাত দান করুন। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
মতিঝিল খবর প্রতিদিন
জাতীয় কবি সংগঠন ‘অনুপ্রাস’-এর প্রতিষ্ঠাতা কবি শেখ সামসুল হকের প্রয়াণে গভীর শোক

মতিঝিল প্রতিবেদক | Motijheel News24 |
জাতীয় কবি সংগঠন ‘অনুপ্রাস’-এর প্রতিষ্ঠাতা ও সকলের শ্রদ্ধেয় কবি শেখ সামসুল হক আর আমাদের মাঝে নেই। তাঁর প্রয়াণে সাহিত্য অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
কবি শেখ সামসুল হক ছিলেন আধুনিক বাংলা কবিতার এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর হাতে গড়া ‘অনুপ্রাস’ সংগঠন দীর্ঘদিন ধরে নবীন-প্রবীণ কবিদের মিলনমেলায় পরিণত হয়েছিল। বাংলা সাহিত্যের প্রতি তাঁর গভীর মমত্ববোধ, সততা এবং মননশীল নেতৃত্ব আজীবন স্মরণীয় হয়ে থাকবে।
তিনি শুধু একজন কবি ছিলেন না, ছিলেন একজন দার্শনিক, শিক্ষক ও সমাজসচেতন সাহিত্যিক। তাঁর লেখনীতে বারবার উঠে এসেছে মানবতা, জাতীয় চেতনা এবং সংস্কৃতির কথা। তাঁর কবিতা ও সৃষ্টিশীল কর্মকাণ্ড বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে অসাধারণভাবে।
‘অনুপ্রাস’ পরিবারের পক্ষ থেকে এবং অসংখ্য ভক্ত-অনুরাগীর পক্ষ থেকেও জানানো হয়েছে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। তাঁর অনুপস্থিতি সৃষ্টি করেছে এক অপূরণীয় শূন্যতা, যা সহজে পূরণ হওয়ার নয়।
আমরা Motijheel News24 পরিবার কবি শেখ সামসুল হকের আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর অবদানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। তিনি থাকবেন আমাদের কবিতা, চিন্তা ও চেতনায় চির অমর।
#motijheelnews24

Sakil Ahamed
অনুপ্রাসের সভাপতি, ফরিদপুরের প্রথম লোক সাহিত্য গবেষক, সাংবাদিক , সংগঠক, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাকালীন সদস্য , আলাওল সাহিত্য পুরস্কারের প্রস্তাবক, মাসিক গণমন পত্রিকার সম্পাদনা পরিষদ সদস্য, মাসিক অগ্রদূত পত্রিকার নির্বাহী সম্পাদক, সাপ্তাহিক আমাদের দেশ পত্রিকায় ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক নব অভিযান পত্রিকার সাহিত্য সম্পাদক, অনুপ্রাসের প্রধান নির্বাহী,একাধিক গ্রন্থের রচয়িতা, বাংলাদেশ স্কাঊটস এসোসিয়েশনের গণসংযোগ অফিসার, মাসিক নীলাঞ্জনর সম্পাদক,স্বাধীনতা যুদ্ধে বন্দী ও প্রহৃত এস এম সামসুল হক ঢাকাস্ত নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর আত্মার মাগফেরাত কামনা করি।
আজ বাদ মাগরেব মরহুমকে ফরিদপুর শহরে কবরস্ত করা হবে। সবাই মরহুমের আত্মার শান্তির জন্য মহান পরওয়ারদেগারের কাছে দোয়া করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
এমন শোক সংবাদ পেয়ে মনটা খারাপ হয়ে হয়ে গেল। কাঁটাবনের অনুপ্রাস অফিসে গীতি কবি বন্ধু এম আর মঞ্জু ও কবি রীনা তালুকদার সামসুল হক ভাইয়ের সঙ্গে আলাপ করে দিয়েছিলেন। খুবই নির্মল স্বভাবের আন্তরিক বিনম্র মানুষ ছিলেন। তাঁর সঙ্গে গড়ে উঠেছিল আত্মীয়তা।
জাতীয় কবিতা পরিষদ, কবি সংসদ বাংলাদেশ, পদক্ষেপ বাংলাদেশ কিংবা আর পাঁচটা বড় সাহিত্য সংগঠনের সঙ্গে অনুপ্রাসের নাম উজ্জ্বল হয়ে আছে। তার প্রাণ পুরুষ এভাবে চলে গেলেন। মনটা বিষাদে ভরে গেল। মুখে পান, নির্মল হাসি মুখ আর দেখতে পাব না। ভাল থাকবেন সামসুল ভাই।
একটি শোক সংবাদ -কবীর হুমায়ূন
কবি শেখ সামসুল হক (১৯৪৯-২০২৫), অনুপ্রাস জাতীয় কবি সংগঠন-এর নির্বাহী সভাপতি এবং একজন একনিষ্ট কবি। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে গতকাল ২৪ জুলাই, ২০২৫, বৃহস্পতিবার একমাত্র স্ত্রী শেখ বাবলি হক; এক পূত্র- শেখ সামিউল হক এবং এক কন্যা- অয়ন হক এবং অসংখ্য গুণগ্রাহীদের মায়া ত্যাগ করে ইহধাম ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অনুপ্রাস জাতীয় কবি সংগঠনের সাথে সংশ্লিষ্ট হবার পর থেকেই কবির সাথে আমার পরিচয় ঘটে। তিনি ব্যক্তিত্বসম্পন্ন একজন সজ্জন ও অমায়িক মানুষ। নিরাহঙ্কারী এ মানুষটিকে যতোই দেখেছি, ততোই অবাক হয়েছি। তার কথায়- শিষ্টাচারসম্পন্ন ব্যক্তিই কবি। আমি তার জীবনে এ গুণের প্রতিফলন দেখেছি।
কবি শেখ সামসুল হক ১৯৪৯ সালের ২২ নভেম্বর, ফরিদপুর জেলার কোতয়ালী থানার পশ্চিম চর টেপাখোলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শেখ জয়নাল আবেদীন এবং মাতার নাম কুলসুম বিবি। ৪ ভাই ১ বোনের মধ্যে তিনি সবার বড়। তিনি বিংশ শতাব্দির ষাটের দশকের কবি, একজন মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সম্পাদক। ঢাকা ও ফরিদপুরের সাহিত্যাঙ্গনে তার সাবলীল এবং শক্তিশালী বিচরণ বাংলা সাহিত্যে বিশেষ করে কাব্য সাহিত্যে ব্যাপক ও মর্যদাসম্পন্ন ভূমিকা রাখে। কবি শেখ সামসুল হক ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য। ফরিদপুর যাদুঘর স্থাপনের উদ্যোক্তাদের মধ্যে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।
১৯৫৫ সালে প্রাথমিক বিদ্যালয়ে তাঁর শিক্ষা জীবন শুরু হয়। ময়েজ উদ্দিন হাইস্কুল হতে মেট্রিক (এসএসসি) পাশ করে ১৯৬৬ সালে ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজে ভর্তি হয়ে পড়াশুন করতে থাকেন। ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এসে পারিবারিক কারণে ভর্তি না হয়ে ফরিদপুর ফিরে যান। পরবর্তীতে ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ইতিহাস বিভাগ থেকে এম এ পাশ করেন।
স্কুল জীবন হতেই কবি শেখ সামসুল হক সাহিত্যের প্রতি অনুরক্ত হয়ে পড়েন। তাঁর প্রথম লেখা কবিতা- “শীতের বুড়ি” প্রকাশিত হয় ১৯৬৫ সালে। এরপর, তিনি নিয়মিতভাবে সাহিত্য চর্চা করতে থাকেন। কবির প্রকাশিত কাব্যগ্রন্থের নাম-“চমৎকার সাহস” (১৯৮৫); “যাই ফিরে যাই” (১৯৮৯); “রমণীয় স্বাধীনতা” (২০১৪); “রূপালী জলের করাত” (২০১৬) ইত্যাদি।
কলেজ জীবনেই কবি সামসুল হক পড়াশুনার সাথে সাথে প্রগতিশীল ছাত্র রাজনীতিতেও সংযুক্ত হয়ে যান। ১৯৬৮-৬৯ সালে তিনি ছাত্র ইউনিয়ন (মেনন গ্রুপ)এর ফরিদপুর শহর কমিটির সভাপতি ছিলেন। ১৯৬৯ সালে অসহযোগ আন্দোলনের সময় তরুণ শেখ সামসুল হকের ভূমিকা প্রণিধানযোগ্য। এ সময় তিনি গ্রেফতার হয়ে কারাভোগও করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সময় শেখ সামসুল হক আলবদর বাহিনী কর্তৃক ৩রা ডিসেম্বর ধরা পড়ে কারাভোগ করেন। এ কারাভোগের অভিজ্ঞতায় তার লেখা- ”একটি বুলেটের জন্য শীর্ষক কবিতা” একটি কালজয়ী কবিতা।
কবি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ স্কাউটসে চাকুরীসহ বিভিন্ন পত্রিকায় চাকুরী ও সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি যে সকল পত্রিকার সাথে সংশ্লিষ্ট ছিলেন, তা হলো- মাসিক নীলাঞ্জ; দৈনিক সোনালী বাংলাদেশ; মাসিক অগ্রদূত: মাসিক অনুপ্রাস; মাসিক গণমন; দৈনিক বিকাল বার্তা; সাপ্তাহিক আমাদের কথা; সাপ্তাহিক দীপ্ত বাংলা; দৈনিক দেশ বাংলা; মাসিক মেঘনা; সাপ্তাহিক চিত্রালী; দৈনিক সমাচার; দৈনিক ভোরের ডাক; দৈনিক বাঙ্গালী; সাপ্তাহিক যুবশক্তি; দৈনিক নব অভিযান; দৈনিক সোনালী বার্তা; দৈনিক রূপবানী এবং ২০১৭ সাল থেকে দৈনিক স্বদেশ বিচিত্রার প্রকাশনা লগ্ন থেকে কবি শেখ সামসুল হক উপদেষ্টা সম্পাদক ছিলেন।

Tag :
জনপ্রিয়

দীক্ষা অনুষ্ঠান

দৈনিক স্বদেশ বিচিত্রা ডেক্সঃ

অনুপ্রাসের প্রাণপুরুষ কবি শেখ সামসুল হকের প্রয়াণে যারা শোক প্রকাশ করেছেন

প্রকাশিত ০২:০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

অনুপ্রাস জাতীয় কবি সংগঠনের সভাপতি কবি ও সাংবাদিক শেখ সামসুল হক চলে গেলেন না ফেরার দেশে -রাত ১২.১ মিনিটে ২৫-০৭- ২০২৫ তারিখ।
আপনার আত্মা শান্তিতে থাকুক। ওপারে ভাল থাকুন। অনুপ্রাস যতদিন ততোদিন আপনি চিরস্মরণীয়………………।

অনুপ্রাস পরিবারের পক্ষ থেকে আপনার এই অকাল প্রয়ানে আমরা গভীরভাবে শোকাহত, তাঁর আত্মার চিরশান্তি কামনা করছি। তাঁর পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা …………….।

বার্তা : রীনা তালুকদার, মহাসচিব, অনুপ্রাস জাতীয় কবি সংগঠন
Shihab Sarkar
পরলোকে শান্তিতে থাকুন। আপনার মধুর সংগ স্মৃতিতে গেঁথে আছে।
Shamsunnahar Faruq
জাতীয় কবি সংগঠন অনুপ্রাসের সভাপতি আমাদের দীর্ঘদিনের পথ চলার সাথী কবি ও সাংবাদিক শেখ সামসুল হক গতকাল রাতে পৃথিবীর মায়া ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) তিনি নিজে শুধু কবিই ছিলেন না, ছিলেন একজন দক্ষ সংগঠক যার অনুপ্রেরণায় কবি লেখকেরা হাজির হয়েছেন অনুপ্রাসের প্লাটফর্মে, সৃষ্টি করেছেন অনেক কবি সাহিত্যিক। অনেকদিন ধরেই তিনি অসুস্থতায় ভুগছিলেন। এই অবস্থায়ও তিনি সুষ্ঠভাবে সংগঠনের কাজকর্ম চালিয়ে গিয়েছেন এবং সকলের খবরাখবর রেখেছেন। সাহিত্যের প্রতি নিবেদিতপ্রাণ এমন একজন মানুষ এখন পাওয়া কঠিন।
প্রিয় কবি, অসীম শ্রদ্ধা আপনার জন্য। আপনি যেখানেই থাকুন ভালো থাকুন। আমি উনার আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ উনাকে বেহেশত নসিব করুন — আমিন।
Lily Haque
সারাটা জীবন ও যৌবনের সূবর্ণ মুহূর্ত দিয়েছেন এই মহান সাহিত‍্য সাধক দেশ জাতি পতাকাকে ভালোবেসে
শেখ সামসুল হক ভাই আমার সাংগঠনিক শিক্ষক। সম্পাদনার শিক্ষক। প্রেসরিলিজ লিখার বাল‍্যশিক্ষা পাঠ নিয়েছি উনার কাছ থেকে। আমার নাম বলে অন‍্যদেরকে ইন্সপায়ার্ড করতেন। কঠিনে কোমলে তিনি ছিলেন আমার বাল‍্য শিক্ষা পাঠের গুরু। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় চোখের জলে স্বরণ করছি।

হাসনাইন সাজ্জাদী
অনুপ্রাসপ্রাণ কবি শেখ সামসুল হক
আমার কাব্যগুরুর প্রয়াণে গভীর শোক
————————————-
অনুপ্রাসপ্রাণ কবি ও সংগঠনের অন্তপ্রাণ কবি শেখ সামসুল হক আমার কাব্যগুরু। তাঁর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। গতরাত ১২টার দিকে তিনি জীবনস্পন্দন হারিয়েছেন। মৃত্যুকালে তিনি জাতীয় কবি সংগঠন অনুপ্রাসের সভাপতি ছিলেন। তাঁর শারীরিকভাবে মৃত্যু ঘটলেও তিনি অমর হয়ে থাকবেন আমাদের বিজ্ঞান কবিতার ইতিহাসে। আমাদের অনুপ্রাসের পথ চলায়।
প্রায় ৩৯ বছরের পথচলায় তার সঙ্গে আমার গুরু-শিষ্য সম্পর্ক থাকলেও গত এক দশক থেকে আমি আলাদাভাবে বিজ্ঞান কবিতা আন্দোলন করি এবং অনুপ্রাসে এ আন্দোলন কবি রীনা তালুকদার করে আসছিলেন।
১৯৮৬ খ্রিষ্টাব্দে অনুপ্রাস প্রতিষ্ঠার কয়েক মাসের মধ্যেই আমি তাতে যোগদান করি। ১৯৮৮ খ্রিষ্টাব্দে আমার বিজ্ঞান কবিতার থিয়োরি আমি প্রথম অনুপ্রাসেই উপস্থাপন করি। অনুপ্রেরণা ছিল তারই।তখন ‘নতুন প্রজন্মের কবিতা’ নামে ছিল এর পথ চলা। লেখি বিজ্ঞান কবিতার রূপরেখা গ্রন্থ। পরবর্তীকালে ২০১৫ খ্রিষ্টাব্দে জাপানের টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্ট্যাডিজে উপস্থাপন করি ‘বিজ্ঞান যুগে বিজ্ঞান কবিতা’র থিয়োরি। আরো পরে উপস্থাপন করি অর্থনৈতিক বিজ্ঞানবাদ। বিজ্ঞান কবিতার থিয়োরি প্রথমে দৈনিক নব অভিযান ও পরবর্তীকালে ধারাবাহিকভাবে দৈনিক পত্রিকায় তা ‘নতুন প্রজন্মের কবিতা’ শিরোনামে প্রকাশিত হয়। কবি কামাল মাহমুদ ভাই তখন বার্তা সম্পাদক ছিলেন দৈনিক পত্রিকায়। আজ যিনি বাংলাদেশ প্রতিদিনের বার্তা সম্পাদক। বিজ্ঞান কবিতা আন্দোলনের উৎপত্তি থেকে এই আন্দোলনের পূর্বাপর এর বিকাশে তাঁর পৃষ্ঠপোষকতা ছিল। আমার ঢাকায় প্রথম সাহিত্য ও সাংবাদিকতায় যুগপৎ গুরু ছিলেন কবি শেখ সামসুল হক। সামসু ভাই বাংলাকাব্যের বাঁক বদলে এক দেবতুল্য মানুষ। তাঁর সাহচর্য না পেলে আমার মাথায় এ আইডিয়া আসতো কি না তা নিয়ে আমার নিজের মধ্যেইই সংশয় রয়েছে। আজ সে মহর্ষীর মহাপ্রয়াণ ঘটলো।
প্রিয় কবি প্রিয় মানুষ সামসু ভাই অনেক দিন থেকেই ছিলেন অসুস্থ। তাঁর এ মহাপ্রয়াণে গভীর শোক ও সমবেদনা জানাই। অনেক দিন থেকে সাক্ষাৎ ছিল না গুরুর সঙ্গে। আর চিরতরে দেখা হবে না। এবার থেকে অদৃশ্য লোকে যাবো গুরু ভজে …

Animesh Baral
যাঁর হাত ধরে সাহিত্যে জগতে প্রবেশ করেছিলাম, আমার সাহিত্য গুরু কবি ও সাংবাদিক শেখ সামসুল হকের মৃত্যুতে আমি শোকাভিভূত। কিছু বলার ভাষা নেই। আমরা হারালাম একজন সফল সংগঠক ও অভিভাবক। তাঁর বিদেহ আত্মার শান্তি কামনা করছি।আল্লাহ তাঁকে জান্নাত বাসী করুন ।

Hasina Matin
তাঁর হাত ধর লেখার জগতে উচ্চ শিখরে অনুপ্রবেশ কৃতজ্ঞতা জানাই তার প্রতি। বারে বারে তিনি আমাকে ডাকতেন এই হাসিনা মতীন আজকে মিটিংয়ে আসবেন কথাগুলি খুব মনে পড়ছে
কবীর হোসেন
আমার কবিতার প্রতিও তার একটা টান ছিল। সংগঠনের আড়ালে তিনি মূলত ছিলেন কবিই। প্রচুর জানাশোনা ছিল। কিন্তু স্ংগঠনের কারণে তার লেখালেখি বাধাগ্রস্ত হয়েছে। আল্লাহ মাফ করুন

Chashibhai Poet
তিনি আমাকে ভীষণ ভালো বাসতেন। পারিবারিক বিষয় ও শেয়ার করতেন।প্রকৃত সাহিত্য সেবী। তাকে শেষ শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আনবে না।জোট হয়েছে পক্ষপাতদুষ্ট সংগঠন।

Linda Amin
হে আল্লাহ আপনি শেখ সামসুল হক ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন মাওলা আমিন।
পয়ত্রিশ বছর আগে পরিচয় কবি খোশনুর আপার কবিতা সংগঠন অনুপ্রাসের অনুষ্ঠানে। আপার বাবার বাড়ীতে। সেই থেকেই তাঁর সাথে ছিলাম অনুপ্রাসের প্রতিটি কবিতা আড্ডায়। পরবর্তীতে পাঁচ বছর আমার বাসাতেই খোশনুর আপা সামসুল ভাই এবং অসংখ্য কবি সাহিত্যিকের উপস্থিত তে আমি আয়োজন করেছি কবিতার আড্ডা অনুপ্রাসের।
কবি সাংবাদিক শেখ সামসুল হক ভাইয়ের কাছে কবিতার ব্যকরণ নির্ভূলভাবে শিখেছিলাম। আমি কৃতজ্ঞ তাঁর জন্য। আপনি যেখানেই থাকুন, ভালো থাকুন।

Panjab Biswas
আমরা শোকাহত
অনুপ্রাস জাতীয় কবি সংগঠন এর অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি ও সাংবাদিক শেখ সামসুল হক ইন্তেকাল করেছেন! (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজি উন) কবি শেখ সামসুক হকের আত্মার মাগফিরাত কামনা করছি।।

Soma Khan
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেখ শামসুল হক ভাই কেবল একজন কবি এবং সাংবাদিক ছিলেন না তিনি ছিলেন সংগঠক হিসেবে অনন্য দৃষ্টান্ত। শামসু ভাই কেবল অনুপ্রাস জাতীয় কবিতা সংগঠনের সভাপতি নন রাজধানী সহ দেশের আনাচে কানাচে অগণিত অসংখ্য ছেলেমেয়ের সাহিত্যঙ্গনে প্রবেশের প্রবেশদ্বারের ভূমিকায় দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। পরপারে চিরশান্তিতে থাকুন,আপনার জন্য অসীম শ্রদ্ধা।
আঞ্জুমান আরা লিপি
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।বিনম্র শ্রদ্ধার সাথে গভীরভাবে শোক ও সমবেদনা প্রকাশ করছি। পরম দয়াময় আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। উনার পরিবারের সকলকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য্য দান করুন। আল্লাহ আমাদের সকল ভুল ত্রুটি মাফ করে দিন।

Hossain Shohid Shorowardi
বাংলাদেশের সাহিত্য অঙ্গনে একজন ভালো,একনিষ্ঠ ও সফল সংগঠককে হারালাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন।
নুরুল্লাহ মাসুম
শেখ সামসুল হক ভাইয়ের প্রয়াণে শোকাহত! সমবেদনা জানাই পরিবারের সদস্যদের প্রতি। যেখানেই থাকুন, ভালো থাকুন সামসুল হক ভাই।

H M Shakhawat Hossain
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ পাক তাঁকে জান্নাতুল ফেরদাউসের সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সকলকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দিন, আমিন, আমিন, সুম্মামিন

K M Saifulla Bhuyian
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনুপ্রাসের প্রাণ কবি শেখ শামসুল হক এর আত্মার মাগফেরাত কামনা করছি,, তার শোক সন্তপ্ত পরিবার পরিজন ও প্রিয়জনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন এবং মদিনা ওয়ালার সাথে যুক্ত করুন আল্লাহ।

Zaman Wahid
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।বিনম্র শ্রদ্ধার সাথে গভীরভাবে শোক ও সমবেদনা প্রকাশ করছি। পরম দয়াময় আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। উনার পরিবারের সকলকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য্য দান করুন। আল্লাহ আমাদের সকল ভুল ত্রুটি মাফ করে দিন।

Nazma Akter Nazu
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বেহেশত নসীব করুন, শামসুল হক ভাইজানের আত্মার মাগফিরাত কামনা করছি। উনার ভাল কাজের উত্তম পুরস্কার দান করুন, উনার অভাব পূরণ হবার নয় আমরা আমাদের বটগাছ কে হারিয়েছি। সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে উনি একজন বীরশ্রেষ্ঠ ছিলেন , বিনম্র শ্রদ্ধা।

Prof-Dr Mostafa Dulal
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। আল্লাহ তাঁকে বেহেশতের উচ্চ মাকামে স্থান দিন। শোক সন্তপ্ত পরিবারের সকলকে এই শোক সহ্য করার ক্ষমতা দান করুন হে আল্লাহ।

Matiar Patwari
চলে গেলেন শামসু ভাই। অনেকদিন ধরে ওনার খবর পাচ্ছিলাম না, ওনার কি হয়েছিল তাও জানিনা। উনার সঙ্গে আমার পরিচয় গত শতাব্দীর ৮৬। তখন আমি মাস্টার্স পরীক্ষা দিয়ে রাজশাহী থেকে ঢাকায় এসেছি। পরিচিত পরিসরটা খুবই ছোট ছিল তখন। উনার মাধ্যমে অনেকের সাথে আমার পরিচয় হয়। ওনার প্রকাশনী থেকে আমার প্রথম গল্পগ্রন্থ কৃষ্ণ ধবল যৌবন প্রকাশ পায়। ওনার আত্মার মঙ্গল কামনা করছি।

Razen Dash
কবি শেখ সামসুল হক আমার লেখালেখির গুরু।২২৫ফকিরাপুলে অনেক স্মৃতি মনকে কাঁদায়। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি
অনুপ্রাস জাতীয় কবি সংগঠনের নির্বাহী সভাপতি, একনিষ্ঠ ও সাহসী কবি শেখ সামসুল হকের পরলোকগমনে আমরা গভীর শোকাহত।
বাংলা সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্রের প্রস্থান আমাদের সাহিত্যিক সমাজে এক অপূরণীয় ক্ষতির কারণ। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বিদেহী আত্মার শান্তি ও জান্নাত কামনা করছি। শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি রইল আমাদের গভীর সমবেদনা। তাদের সকলকে এই শোক সহ্য করার ক্ষমতা মহান আল্লাহ দান করুন।

Kazi Hemayet
আমাদের প্রিয় কবি ও সাংবাদিক শেখ সামসুল হক ভাই আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের এবং পৃথিবীর মোহমায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছেন। এই মহৎ ব্যক্তির উৎসাহ ও উদ্দীপনায় কবি জগতে স্থান করতে পেরেছি। আমার মত অনেকেই কবি জগতে স্থান করে কবি হয়েছেন তার সহযোগিতা সহমর্মিতায়।মহান আল্লাহর কাছে ফরিয়াদ করি হে আল্লাহ আপনি এই মহৎ ব্যক্তিকে বেহেস্ত নসিব করুন এবং তার রুহের মাকফেরাত কামনা করি। আমিন, সবার কাছে আমি তার জন্য দোয়া প্রার্থনা করছি।
কবি চাঁছাছোলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
আমার মতো একজন অখ্যাত মানুষকেও যিনি পরম মমতায় প্রতিটি প্রোগ্রামে অংশ গ্রহণের জন্য আকুল আহবান জানাতেন । তার মতো নিষ্ঠাবান কবি সংগঠক একালে পাওয়া দুষ্কর । আমার আজীবন উজ্জ্বল ভাস্বর হয়ে থাকবে এমন বহু গুণে গুণান্বিত এক মানব হিতৈষী কবির সকল স্মৃতি । আমি তাঁকে গভীরভাবে শ্রদ্ধাঞ্জলি ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত জানাই ।

শ্রদ্ধাঞ্জলি: এক সাহসী কবির অনন্য অভিযাত্রা -ফরিদুজ্জামান….
কবি শেখ সামসুল হক—শুধু একজন কবি নন, ছিলেন এক মানবিক, নিরাভিমান, অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। ষাটের দশকের সাহিত্যের শক্তিশালী প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সম্পাদক, সংগঠক, সাদা মনের মানুষ6 এবং একজন সত্যিকার বাংলাদেশ প্রেমিক।
তাঁর কাব্যযাত্রার সূচনা হয়েছিল “শীতের বুড়ি” কবিতার মাধ্যমে, কিন্তু সেই ছোট্ট পদচিহ্নই পরে রূপ নেয় সাহস ও স্বাধীনতার এক দীর্ঘ কবিতা-মিছিলে। “চমৎকার সাহস”, “যাই ফিরে যাই”, “রমণীয় স্বাধীনতা”—এই কাব্যগ্রন্থগুলো যেন বাংলার প্রতিবাদী কণ্ঠ, প্রেমের অনুরণন ও মুক্তির চেতনার স্মারকলিপি।
কবি শেখ সামসুল হক ছিলেন শব্দের যোদ্ধা, যিনি কলমে লিখেছেন কারাগারের বুলেট বুকে অনুভূতির আভাস। তাঁর লেখা “একটি বুলেটের জন্য” শুধু একটি কবিতা নয়, এক আবেগমথিত ইতিহাস বটে।
সাহিত্য সংগঠক হিসেবে তিনি ছিলেন অনুপ্রাস জাতীয় কবি সংগঠনের প্রাণ। দেশজ ও আঞ্চলিক সাহিত্যচর্চায় তাঁর অবদান যেমন ফরিদপুর সাহিত্য উন্নয়ন সংস্থা ও ফরিদপুর যাদুঘর—তেমনি অসংখ্য পত্রিকা ও সম্পাদনায় তাঁর স্পর্শে প্রাণ পেয়েছে বাংলা সাহিত্যের নানা মুখ।
তাঁর অর্জিত সাহিত্য পুরস্কারগুলো তাঁর কাব্যিক গুণ ও অনুরাগীদের অকৃত্রিম ভালোবাসার প্রতিচ্ছবি।
ইতিহাসের ছাত্র হয়ে বাংলা সাহিত্যে ইতিহাস সৃষ্টি করা এক অসামান্য যাত্রা। আজ তাঁর অস্তিত্ব অমর হয়ে থাকছে আমাদের কবিতা, প্রতিষ্ঠান, আদর্শ ও স্মরণে।
একজন কবি চলে গিয়েছেন, কিন্তু তাঁর শব্দেরা রয়ে গেছে আমাদের হৃদয়ে ও মানুষের মনন মেধায়।
শ্রদ্ধার্ঘ্য রইল সেই কবিকে, যিনি জীবনকে দেখেছিলেন কবিতার চোখ দিয়ে। শেখ সামসুল হক (২২ নভেম্বর ১৯৪৯ – ২৫ জুলাই ২০২৫)

শোক সংবাদ-Fariduzzaman Fariduzzaman
আমার চাচাতো ভগ্নিপতি কবি, সংগঠক, অনুপ্রাসের সভাপতি, ফরিদপুরের প্রথম লোক সাহিত্য গবেষক, সাংবাদিক , সংগঠক, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাকালীন সদস্য , আলাওল সাহিত্য পুরস্কারের প্রস্তাবক, মাসিক গণমন পত্রিকার সম্পাদনা পরিষদ সদস্য, মাসিক অগ্রদূত পত্রিকার নির্বাহী সম্পাদক, সাপ্তাহিক আমাদের দেশ পত্রিকায় ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক নব অভিযান পত্রিকার সাহিত্য সম্পাদক, অনুপ্রাসের প্রধান নির্বাহী,একাধিক গ্রন্থের রচয়িতা, বাংলাদেশ স্কাঊটস এসোসিয়েশনের গণসংযোগ অফিসার, মাসিক নীলাঞ্জনর সম্পাদক,স্বাধীনতা যুদ্ধে বন্দী ও প্রহৃত এস এম সামসুল হক ঢাকাস্ত নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ বাদ মাগরেব মরহুমকে ফরিদপুর শহরে কবরস্ত করা হবে। সবাই মরহুমের আত্মার শান্তির জন্য মহান পরওয়ারদেগারের কাছে দোয়া করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

শ্রদ্ধাঞ্জলি -জে এস এম অনিক…
অনুপ্রাসের কর্ণধর, বিশিষ্ট কবি ও সাংবাদিক শেখ শামসুল হক ভাইয়ের ইন্তেকালের খবর আমাদের হৃদয়ে গভীর শোকের ছায়া ফেলেছে।
তিনি ছিলেন শব্দের সাধক, ভাষার শিল্পী এবং সত্যান্বেষী সাংবাদিকতার এক উজ্জ্বল প্রতীক। তাঁর কবিতায় যেমন ছিল সমাজ ও মনের কথা, তেমনি তাঁর লেখনী ছিল সময়ের দর্পণ।
আমরা হারালাম এক আলোকবর্তিকা, এক প্রজ্ঞাবান অভিভাবক, যিনি নিজ হাতে তৈরি করেছিলেন সাহিত্য ও সাংবাদিকতার অনন্য এক ভুবন।
আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন, এবং পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের এই শোক সইবার শক্তি দান করুন।আমিন।

প্রফেসর ড. মোস্তফা দুলাল-কবি, লেখক ও গীতিকার
সহ-সভাপতি, অনুপ্রাস জাতীয় কবি সংগঠন
সাবেক বিভাগীয় প্রধান, প্রাণিবিদ্যা বিভাগ,সরকারি তিতুমীর বিশ্ববিদ্যালয় কলেজ,ঢাকা, বাংলাদেশ। তারিখ: ২৫-০৭-২০২৫
Kazi Hemayet
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ এই মহান ব্যক্তি কবি সেখ শামসুল হক ভাইকে বেহেস্ত নসিব করুন আমিন।

Gmr Mizan Milky
সালটা ১৯৮৪,ঘড়িতে বিকেল ৪ ধর ধর করছে। আমি তখন আমি মতিঝিল থানায় কর্মরত।সাংবাদিক নবেন্দু চৌধুরীর ফোন কল পেয়ে ফকিরের পুলে তাঁর অফিসে চাপানের আমন্ত্রণে গিয়ে হাজির হলাম।সেখানেই প্রথম পরিচয় সদ্যপ্রয়াত কবি সামসুল হক আমাদের সামসু ভাইয়ের সাথে।তার আমন্ত্রণেই পরদিন বিকেলে বনানী ৪ নং সড়কস্হীত কবি খোশনুর আপার বাসায় হাজির হলাম। পাশাপাশি প্রবাহিত দুটি সাগরের মিলনস্হলে আমি অখ্যাত, শ্রোতহীন,গতিহীন ছোটনদীর যে অসহায়ত্ব আমার তথৈবচ অবস্হা। কাব্যিক শহরের নিভৃত পল্লীতে সেই থেকেই কাব্যসারথী সামসু …

Ayesha Siddiqua
ইন্নাল্লাহা ইন্নালিল্লাহি রাজিউন ভাষা নাই তার সম্পর্কে কিছু লিখার ভাষা এ মুহূর্তে আমার জানা নেই। এ প্রজন্মে দ্বিতীয় কোন সামসুল হক আসবে কিনা জানিনা মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুন করছি

কবি এম ইউনুস ফার্সি
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজি উন ….আমরা গভীরভাবে শোকাহত।
আমাদের অভিভাবক ও সাহিত্য অঙ্গনের আলোর দিশারী, অনুপ্রাস জাতীয় কবি সংগঠন এর অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি ও সাংবাদিক শেখ সামসুল হক গতকাল রাতে ইন্তেকাল করেন. ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজি উন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর।মৃত্যু কালে তিনি স্ত্রী, এক ছেলেএক মেয়ে সহ অসংখ্য বন্ধু বান্ধব গুন গ্রাহী রেখে গেছেন। জনাব সামসুল হকের জম্ম ফরিদপুর জেলায়। মরহুমের নামাজে জানাজা তার গ্রামের বাড়ির মধুপুর ফরিদপুর মসজিদে অনুষ্ঠিত হবে।
এদেশের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গন তার অবদান স্বরণ রাখবে।আমরা কবি শেখ সামসুক হকের আত্মার মাগফিরাত কামনা করছি।।

Nashir Molla
আলোকিতো মানুষদের আত্মা যেনো আলোকিত থাকে মহান আল্লাহ্ আপনি নিজ গুনে তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম নসীব করুন, আমিন।।

Ashouk Dhar
জাতীয় কবি সংগঠন অনুপ্রাসের প্রতিষ্ঠাতা আমাদের সকলের শ্রদ্ধেয় গুরু কবি শেখ সামসুল হক আর আমাদের মাঝে নেই। তাঁর প্রয়াণে তার সৃষ্টি ও সৃজনশীলতার প্রতি র ইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। তাঁর সৃজনশীল কর্মকাণ্ড আমাদের ও জাতীর কাছে অমর হয়ে থাকবেন কবি শেখ সামসুল হক।

Khaza Nasir Uddin
কবিতা সাহিত্যে সংগঠনে নিজ জীবনকে উৎসর্গ করেছেন সেই মহান ব্যক্তির প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানাচ্ছি।

Journalist Ranjit Modak
অনেক স্মৃতি অনেক কথা এই সংগঠন প্রিয় মানুষ কবি সাংবাদিক সামসুল হক। দৈনিক নব অভিযান থেকে নারায়ণগঞ্জ জেলা অনুপ্রাস গঠনের অগ্রপথিক হিসেবে আমি ছিলাম। সে আজ ইতিহাস। বিনম্র শ্রদ্ধা রইল কবি সাংবাদিক সামসুল হক এর প্রতি।

Jamal Uddin Jamal
সীমাহীন কষ্ট পেলাম তার মৃত্যুর খবর শুনে।৮০’ র দশকে দৈনিক পত্রিকায় অনুপ্রাস পেইজ বের করার ব্যবস্থা কের দিয়েছিলাম। সেখান থেকে বন্ধুত্ব। দীর্ঘদিন দেখা নেই।কতো স্মৃতি আজ স্পষ্ট ফিল্মসের মতো ভেসে উঠছে। কিছু করার নাই।নিয়তি।মরন তোমায় কোনদিনও পারবে না কভু কেড়ে নিতে। হে আমার দয়াময় আপনি সামসু ভাইকে ক্ষমা করে দিন।তাকে জান্নাত দান করুন। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
মতিঝিল খবর প্রতিদিন
জাতীয় কবি সংগঠন ‘অনুপ্রাস’-এর প্রতিষ্ঠাতা কবি শেখ সামসুল হকের প্রয়াণে গভীর শোক

মতিঝিল প্রতিবেদক | Motijheel News24 |
জাতীয় কবি সংগঠন ‘অনুপ্রাস’-এর প্রতিষ্ঠাতা ও সকলের শ্রদ্ধেয় কবি শেখ সামসুল হক আর আমাদের মাঝে নেই। তাঁর প্রয়াণে সাহিত্য অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
কবি শেখ সামসুল হক ছিলেন আধুনিক বাংলা কবিতার এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর হাতে গড়া ‘অনুপ্রাস’ সংগঠন দীর্ঘদিন ধরে নবীন-প্রবীণ কবিদের মিলনমেলায় পরিণত হয়েছিল। বাংলা সাহিত্যের প্রতি তাঁর গভীর মমত্ববোধ, সততা এবং মননশীল নেতৃত্ব আজীবন স্মরণীয় হয়ে থাকবে।
তিনি শুধু একজন কবি ছিলেন না, ছিলেন একজন দার্শনিক, শিক্ষক ও সমাজসচেতন সাহিত্যিক। তাঁর লেখনীতে বারবার উঠে এসেছে মানবতা, জাতীয় চেতনা এবং সংস্কৃতির কথা। তাঁর কবিতা ও সৃষ্টিশীল কর্মকাণ্ড বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে অসাধারণভাবে।
‘অনুপ্রাস’ পরিবারের পক্ষ থেকে এবং অসংখ্য ভক্ত-অনুরাগীর পক্ষ থেকেও জানানো হয়েছে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। তাঁর অনুপস্থিতি সৃষ্টি করেছে এক অপূরণীয় শূন্যতা, যা সহজে পূরণ হওয়ার নয়।
আমরা Motijheel News24 পরিবার কবি শেখ সামসুল হকের আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর অবদানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। তিনি থাকবেন আমাদের কবিতা, চিন্তা ও চেতনায় চির অমর।
#motijheelnews24

Sakil Ahamed
অনুপ্রাসের সভাপতি, ফরিদপুরের প্রথম লোক সাহিত্য গবেষক, সাংবাদিক , সংগঠক, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাকালীন সদস্য , আলাওল সাহিত্য পুরস্কারের প্রস্তাবক, মাসিক গণমন পত্রিকার সম্পাদনা পরিষদ সদস্য, মাসিক অগ্রদূত পত্রিকার নির্বাহী সম্পাদক, সাপ্তাহিক আমাদের দেশ পত্রিকায় ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক নব অভিযান পত্রিকার সাহিত্য সম্পাদক, অনুপ্রাসের প্রধান নির্বাহী,একাধিক গ্রন্থের রচয়িতা, বাংলাদেশ স্কাঊটস এসোসিয়েশনের গণসংযোগ অফিসার, মাসিক নীলাঞ্জনর সম্পাদক,স্বাধীনতা যুদ্ধে বন্দী ও প্রহৃত এস এম সামসুল হক ঢাকাস্ত নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর আত্মার মাগফেরাত কামনা করি।
আজ বাদ মাগরেব মরহুমকে ফরিদপুর শহরে কবরস্ত করা হবে। সবাই মরহুমের আত্মার শান্তির জন্য মহান পরওয়ারদেগারের কাছে দোয়া করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
এমন শোক সংবাদ পেয়ে মনটা খারাপ হয়ে হয়ে গেল। কাঁটাবনের অনুপ্রাস অফিসে গীতি কবি বন্ধু এম আর মঞ্জু ও কবি রীনা তালুকদার সামসুল হক ভাইয়ের সঙ্গে আলাপ করে দিয়েছিলেন। খুবই নির্মল স্বভাবের আন্তরিক বিনম্র মানুষ ছিলেন। তাঁর সঙ্গে গড়ে উঠেছিল আত্মীয়তা।
জাতীয় কবিতা পরিষদ, কবি সংসদ বাংলাদেশ, পদক্ষেপ বাংলাদেশ কিংবা আর পাঁচটা বড় সাহিত্য সংগঠনের সঙ্গে অনুপ্রাসের নাম উজ্জ্বল হয়ে আছে। তার প্রাণ পুরুষ এভাবে চলে গেলেন। মনটা বিষাদে ভরে গেল। মুখে পান, নির্মল হাসি মুখ আর দেখতে পাব না। ভাল থাকবেন সামসুল ভাই।
একটি শোক সংবাদ -কবীর হুমায়ূন
কবি শেখ সামসুল হক (১৯৪৯-২০২৫), অনুপ্রাস জাতীয় কবি সংগঠন-এর নির্বাহী সভাপতি এবং একজন একনিষ্ট কবি। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে গতকাল ২৪ জুলাই, ২০২৫, বৃহস্পতিবার একমাত্র স্ত্রী শেখ বাবলি হক; এক পূত্র- শেখ সামিউল হক এবং এক কন্যা- অয়ন হক এবং অসংখ্য গুণগ্রাহীদের মায়া ত্যাগ করে ইহধাম ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অনুপ্রাস জাতীয় কবি সংগঠনের সাথে সংশ্লিষ্ট হবার পর থেকেই কবির সাথে আমার পরিচয় ঘটে। তিনি ব্যক্তিত্বসম্পন্ন একজন সজ্জন ও অমায়িক মানুষ। নিরাহঙ্কারী এ মানুষটিকে যতোই দেখেছি, ততোই অবাক হয়েছি। তার কথায়- শিষ্টাচারসম্পন্ন ব্যক্তিই কবি। আমি তার জীবনে এ গুণের প্রতিফলন দেখেছি।
কবি শেখ সামসুল হক ১৯৪৯ সালের ২২ নভেম্বর, ফরিদপুর জেলার কোতয়ালী থানার পশ্চিম চর টেপাখোলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শেখ জয়নাল আবেদীন এবং মাতার নাম কুলসুম বিবি। ৪ ভাই ১ বোনের মধ্যে তিনি সবার বড়। তিনি বিংশ শতাব্দির ষাটের দশকের কবি, একজন মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সম্পাদক। ঢাকা ও ফরিদপুরের সাহিত্যাঙ্গনে তার সাবলীল এবং শক্তিশালী বিচরণ বাংলা সাহিত্যে বিশেষ করে কাব্য সাহিত্যে ব্যাপক ও মর্যদাসম্পন্ন ভূমিকা রাখে। কবি শেখ সামসুল হক ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য। ফরিদপুর যাদুঘর স্থাপনের উদ্যোক্তাদের মধ্যে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।
১৯৫৫ সালে প্রাথমিক বিদ্যালয়ে তাঁর শিক্ষা জীবন শুরু হয়। ময়েজ উদ্দিন হাইস্কুল হতে মেট্রিক (এসএসসি) পাশ করে ১৯৬৬ সালে ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজে ভর্তি হয়ে পড়াশুন করতে থাকেন। ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এসে পারিবারিক কারণে ভর্তি না হয়ে ফরিদপুর ফিরে যান। পরবর্তীতে ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ইতিহাস বিভাগ থেকে এম এ পাশ করেন।
স্কুল জীবন হতেই কবি শেখ সামসুল হক সাহিত্যের প্রতি অনুরক্ত হয়ে পড়েন। তাঁর প্রথম লেখা কবিতা- “শীতের বুড়ি” প্রকাশিত হয় ১৯৬৫ সালে। এরপর, তিনি নিয়মিতভাবে সাহিত্য চর্চা করতে থাকেন। কবির প্রকাশিত কাব্যগ্রন্থের নাম-“চমৎকার সাহস” (১৯৮৫); “যাই ফিরে যাই” (১৯৮৯); “রমণীয় স্বাধীনতা” (২০১৪); “রূপালী জলের করাত” (২০১৬) ইত্যাদি।
কলেজ জীবনেই কবি সামসুল হক পড়াশুনার সাথে সাথে প্রগতিশীল ছাত্র রাজনীতিতেও সংযুক্ত হয়ে যান। ১৯৬৮-৬৯ সালে তিনি ছাত্র ইউনিয়ন (মেনন গ্রুপ)এর ফরিদপুর শহর কমিটির সভাপতি ছিলেন। ১৯৬৯ সালে অসহযোগ আন্দোলনের সময় তরুণ শেখ সামসুল হকের ভূমিকা প্রণিধানযোগ্য। এ সময় তিনি গ্রেফতার হয়ে কারাভোগও করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সময় শেখ সামসুল হক আলবদর বাহিনী কর্তৃক ৩রা ডিসেম্বর ধরা পড়ে কারাভোগ করেন। এ কারাভোগের অভিজ্ঞতায় তার লেখা- ”একটি বুলেটের জন্য শীর্ষক কবিতা” একটি কালজয়ী কবিতা।
কবি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ স্কাউটসে চাকুরীসহ বিভিন্ন পত্রিকায় চাকুরী ও সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি যে সকল পত্রিকার সাথে সংশ্লিষ্ট ছিলেন, তা হলো- মাসিক নীলাঞ্জ; দৈনিক সোনালী বাংলাদেশ; মাসিক অগ্রদূত: মাসিক অনুপ্রাস; মাসিক গণমন; দৈনিক বিকাল বার্তা; সাপ্তাহিক আমাদের কথা; সাপ্তাহিক দীপ্ত বাংলা; দৈনিক দেশ বাংলা; মাসিক মেঘনা; সাপ্তাহিক চিত্রালী; দৈনিক সমাচার; দৈনিক ভোরের ডাক; দৈনিক বাঙ্গালী; সাপ্তাহিক যুবশক্তি; দৈনিক নব অভিযান; দৈনিক সোনালী বার্তা; দৈনিক রূপবানী এবং ২০১৭ সাল থেকে দৈনিক স্বদেশ বিচিত্রার প্রকাশনা লগ্ন থেকে কবি শেখ সামসুল হক উপদেষ্টা সম্পাদক ছিলেন।