মোঃ আব্দুল্লাহ আল মারুফ বোদা থেকে : ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় ভূমি মেলা ২০২৫ উদযাপন উদ্বোধন করা হয়েছে। উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগীতায় ৩দিন ব্যাপী এ মেলার আয়োজন করা হয়। ভুমি মেলা উপলক্ষে সেবা বুথ, বণার্ঢ্য র্যালী ও কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়।
রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মেলার উদ্বোধন করে সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া আহমেদ, ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ বক্তব্যে বলেন, ২৫-২৭ মে তিন দিনের ভুমি মেলায় সেবা প্রত্যাশীদের সকল প্রকার ভুমি সংক্রান্ত সেবা প্রদান করা হবে। খাজনা পরিশোধ ও ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে নাম জারি করার গুরুত্ব তুলে ধরেন ও পরামর্শ দেন। এসময় তিনি সেবাপ্রত্যাশীদের দালাল চক্রের দ্বারা প্রতারিত না হয়ে সরাসরি অফিসে এসে যোগাযোগ করার পরামর্শও দেন তিনি।