স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জেলেদের জালে ধরা পরলো ২৯ কেজি ওজনের একটি বিগহেড মাছ। রোববার সকাল ১১ টার দিকে উপজেলার চরলাপাং এলাকায় মেঘনা নদী থেকে এই মাছটি ধরেন জেলে পরিতোষ বর্মনসহ অন্য জেলারা।
জানা যায়, উপজেলার গোপীনাথপুর (মনতলা) গ্রামের জেলে পরিতোষ বর্মনসহ অন্য জেলেরা প্রতিদিনের ন্যায় রোববার মেঘনা নদীতে মাছ ধরতে যান। নৌকার মধ্যে বছুরি জাল দিয়ে তারা মেঘনা নদীতে মাছ ধরেন। সকাল ১১ টার দিকে জেলেদের জালে ২৯ কেজি ওজনের একটি বিগহেড মাছ ধরা পরে। পরে মাছটি স্হানিয় ব্যাপারি সুমন মিয়ার কাছে ৮৫০ টাকা কেজি ধরে ২৪ হাজার ৬৫০ টাকা মাছটি বিক্রি করেন।
স্থানীয় বাসিন্দা শ্যামল বর্মন শিমুল জানান, সকালে জেলে হরিমন বর্মন, পরিতোষ বর্মন, সত্যগুন বর্মন ও মনোরঞ্জন বর্মন মেঘনা নদীতে মাছ ধরতে যান। পরে তাদের জালে ২৯ কেজি ওজনের একটি বিগহেড মাছ ধরা পরে। পরে মাছটি স্হানিয় ব্যাপারি সুমনের কাছে ৮৫০ টাকা কেজি ধরে বিক্রি করেন।তিনি আরো জানান, চলতি বছরের ৩ মার্চ তিতাস নদী থেকে ২৬ কেজি ওজনের একটি বিগহেড মাছ, ২৮ এপ্রিল ২৫ কেজি ওজনের একটি বোয়াল মাছ ও ১০ মে মেঘনা নদীতে ১৯ কেজি ওজনের একটি কাতলা মাছ জেলেদের জালে ধরা পরে। এতে জেলেরা অনেক খুশি।
জেলে পরিতোষ বর্মন বলেন, আমাদের জালে ধরা পড়া মাছটির ওজন ২৯ কেজি। ৮৫০ টাকা কেজি ধরে এটি স্থানীয় ব্যাপারি সুমন মিয়ার কাছে বিক্রি করেছি। তিনি ভৈরব ফেরিঘাটে নিয়ে বিক্রি করবেন বলে জানিয়েছেন। সৌভাগ্যক্রমে এই মাছটি জালে লেগেছে। এতো বড় মাছ ধরা পড়াতে তিনি খুব উৎফুল্ল প্রকাশ করেন।
স্বদেশ বিচিত্রা/এআর