নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলার নিকলি থানার দামপাড়া ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি মোহাম্মদ আলী হোসেন ও তার ছোট ভাই সুমন মাহমুদ দলীয় প্রভাব কাটিয়ে এলাকায় নিরীহ মানুষের জমি দখল ও দিন দুপুরে ডাকাতি কায়দায় সঙ্গবদ্ধভাবে স্থানীয় বাসিন্দাদের ভয়-ভীতি প্রদর্শন করে তাদের জলমহলে ব্যবহার সামগ্রী ক্ষয়ক্ষতি করে। গত ১৩ ই মে মঙ্গলবার দুপুর ১২:৩০ টায় সভাপতি আলী হোসেন ও তার ছোট ভাই সুমনের নেতৃত্বে একটি সঙ্ঘবদ্ধ বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে লুটতরাজের ঘটনা ঘটায়। বিগত ফ্যাসিস্ট সরকারকে এলাকায় পুনর্বাসন করার জন্য নিকলী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও দামপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি দখলবাজ আব্দুল মান্নানের যোগসাজেশে নিরীহ মানুষের জলমহলে আক্রমণ চালায়। ক্ষতিগ্রস্ত লোকদের ভাষ্যমতে এই হামলায় আনুমানিক ২০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার দাবি করেন তারা। এছাড়াও এলাকাবাসীদের কাছ থেকে আরও জানা যায় সভাপতির ছোট ভাই সুমন বিভিন্ন সময় মাদক ও ছিনতাই এর ঘটনায় এর আগেও একাধিকবার জেল কেটেছে।
গত ৫ই আগস্ট এর পরে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গত ২৪ শে সেপ্টেম্বর ২০২৪ মোহাম্মদ আলী হোসেনকে দলের সাধারণ সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছিল। সংশ্লিষ্ট বিষয়ে সম্পৃক্ত থাকার অভিযোগে নিকলী থানায় ইতোমধ্যে আলী হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অদৃশ্য কারণে পরবর্তীতে জোর লবিং চালিয়ে আবারো তিনি দামপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতির আসনে অধিষ্ঠিত হন। বিএনপি’র শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের কাছ থেকে এই ব্যাপারে যোগাযোগ করা হলে তারা বলেছেন এর আগেও আলী হোসেন একাধিকবার বহিষ্কার হয়েছেন। বর্তমানে এলাকাবাসী আতঙ্কের মধ্যে জীবন যাপন করছেন। এলাকাবাসী সভাপতি আলী হোসেনকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কারের দাবি জানান। এ বিষয়ে দেশ নায়ক তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের সহযোগিতা প্রত্যাশা করেন এলাকাবাসী।