খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ নতুন প্রকল্প ময়ুরী আবাসিকের ঠিক সামনে কেডিএ বাইপাস সড়কে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে খুলনা নতুন শিশু হাসপাতালটি। সরজমিনে গিয়ে জানতে চাইলে কতৃপক্ষ কেও সঠিক উত্তর দিতে পারেনি কতদিন পরে চালু হচ্ছে হাসপাতালে কার্যক্রম । এলাকাবাসী জানায় অনেক আগে থেকেই শোনা যাচ্ছে হাসপাতালে কার্যক্রম কিন্তু হচ্ছে না। অনেকেই মনে করেন হাসপাতালটি চালু হলে এলাকার উন্নয়ন হবে । হাসপাতালটি কে কেন্দ্র করে এলাকায় বেশ কয়েকটি নতুন বাড়ি তৈরি করছে বাড়িওয়ালারা । নতুন নতুন ভাড়াটিয়া আসবে সেই সুবাদে। খুলনা বিভাগে একটি মাত্র শিশু হাসপাতাল।অন্য দিকে হাসপাতালটি বেসরকারি । তার পরেও গরমের সময় এতো বেশি রুগির চাপ থাকে যার কারণে কতৃপক্ষ হিমসিম খেয়ে যায় । তাছাড়া এটা শহরের এক কোণে, তবে জনমত জরিপে নুতন সরকারি শিশু হাসপাতালটি অবস্থান ও পরিবেশ সবকিছু অনেক সুন্দর, খুলনা বাঁশির চাওয়া দ্রুত হাসপাতালটি চালু হলে খুলনাসহ দক্ষিণাঞ্চলের মানুষ অনেক উপকৃত হবেন ।
১১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম