০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

আখেরাতের জবাবদিহিতা ছাড়া সৎ রাষ্ট্র গড়া সম্ভব নয়: শামসুজ্জামান হেলালী

  • প্রকাশিত ০৪:৩০:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • ১৯ বার দেখা হয়েছে

আখেরাতে জবাবদিহিতার চেতনা ছাড়া রাষ্ট্র কখনোই সৎ হতে পারে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১০ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

তিনি বলেন, যদি রাষ্ট্রের নেতারা পরকালের জবাবদিহিতার মানসিকতা ধারণ করেন, তাহলে দেশে সত্যিকারের সৎ নেতৃত্ব গড়ে উঠবে। এর ফলে ন্যায্য সম্পদ বণ্টন নিশ্চিত হয়ে সমাজের প্রতিটি স্তরের মানুষের উন্নয়ন সম্ভব হবে।

শুক্রবার (১৬ মে) চট্টগ্রাম নগরীর ১৩ নম্বর পাহাড়তলীতে খুলশী থানা জামায়াত আয়োজিত দায়িত্বশীল শিক্ষা বৈঠকে কুরআনের আলোকে আখেরাতের জবাবদিহিতা বিষয়ক দারস পেশকালে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন খুলশী থানা জামায়াতের আমীর অধ্যাপক আলমগীর ভুঁইয়া। আনুগত্য, পরামর্শ ও এহতেসাবের ওপর আলোচনা করেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোর্শেদুল ইসলাম চৌধুরী। সঞ্চালনায় ছিলেন থানা সেক্রেটারি আমান উল্লাহ আমান।

আরও বক্তব্য রাখেন থানা জামায়াতের নায়েবে আমীর আইয়ুব আলী হায়দার, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের আমীর মাওলানা মোহাম্মদ ওমর ফারুক এবং ওয়ার্ড সেক্রেটারি মহিবুল্লাহ চৌধুরী।

বক্তারা বলেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্বই একমাত্র কার্যকর পথ। নৈতিকতা, জনসেবা ও মানুষের সঙ্গে সম্পৃক্ততাকে ভিত্তি করে রাজনীতি পরিচালনা করলে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাতে সাড়া দেবে বলেও মত প্রকাশ করেন তারা।

Tag :
জনপ্রিয়

রাজউকের মোবাইল কোর্টের সংবাদ সংগ্রহ করায় গনমাধ্যম কর্মীকে আঘাত

আখেরাতের জবাবদিহিতা ছাড়া সৎ রাষ্ট্র গড়া সম্ভব নয়: শামসুজ্জামান হেলালী

প্রকাশিত ০৪:৩০:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

আখেরাতে জবাবদিহিতার চেতনা ছাড়া রাষ্ট্র কখনোই সৎ হতে পারে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১০ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

তিনি বলেন, যদি রাষ্ট্রের নেতারা পরকালের জবাবদিহিতার মানসিকতা ধারণ করেন, তাহলে দেশে সত্যিকারের সৎ নেতৃত্ব গড়ে উঠবে। এর ফলে ন্যায্য সম্পদ বণ্টন নিশ্চিত হয়ে সমাজের প্রতিটি স্তরের মানুষের উন্নয়ন সম্ভব হবে।

শুক্রবার (১৬ মে) চট্টগ্রাম নগরীর ১৩ নম্বর পাহাড়তলীতে খুলশী থানা জামায়াত আয়োজিত দায়িত্বশীল শিক্ষা বৈঠকে কুরআনের আলোকে আখেরাতের জবাবদিহিতা বিষয়ক দারস পেশকালে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন খুলশী থানা জামায়াতের আমীর অধ্যাপক আলমগীর ভুঁইয়া। আনুগত্য, পরামর্শ ও এহতেসাবের ওপর আলোচনা করেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোর্শেদুল ইসলাম চৌধুরী। সঞ্চালনায় ছিলেন থানা সেক্রেটারি আমান উল্লাহ আমান।

আরও বক্তব্য রাখেন থানা জামায়াতের নায়েবে আমীর আইয়ুব আলী হায়দার, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের আমীর মাওলানা মোহাম্মদ ওমর ফারুক এবং ওয়ার্ড সেক্রেটারি মহিবুল্লাহ চৌধুরী।

বক্তারা বলেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্বই একমাত্র কার্যকর পথ। নৈতিকতা, জনসেবা ও মানুষের সঙ্গে সম্পৃক্ততাকে ভিত্তি করে রাজনীতি পরিচালনা করলে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাতে সাড়া দেবে বলেও মত প্রকাশ করেন তারা।