১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

আমি এক পাথর মোঃ রফিকুল ইসলাম

  • প্রকাশিত ১১:৩৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • ১১ বার দেখা হয়েছে

আমি এক পাথর
মোঃ রফিকুল ইসলাম

এই যে আমাকে দেখছো
আমি এক পাথর
আমার মন নেই সেটা হারিয়ে গছে
আমি ভালবাসতে পারিনি
আমার ভালবাসা শেষ হয়ে গেছে

আমি আর স্বপ্ন দেখি না
কারন স্বপ্ন গুলো মিথ্যে
আমি আর ভালবাসী না
কারন ভলাবাসলে অসংখ্য যন্ত্রণা
আমাকে শুধু কাদায়

এই যে আমাকে দেখছো
আমি এক খেলার পুতুল
আমি কখনো কারো আপন
হতে পারিনি।
কারন আমার হৃদয়ের স্পর্শ
কারো হৃদয়ে লাগেনি

আমার ভালবাসা গুলো কেমন
যেন উদাসিন উদাসীন লাগে
আমার হৃদয় টা কেমন
আগের মত নেই
আমি আর আমাকে খুজে পাই না

আমি কেবল ই হারিয়ে যাওয়া এক স্মৃতি
আমি শুধু আমার মাঝে সীমা বদ্ধ নেই আর
আমি নিদারুণ যন্ত্রণার মাঝে   বেচে

Tag :
জনপ্রিয়

আমি এক পাথর মোঃ রফিকুল ইসলাম

প্রকাশিত ১১:৩৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

আমি এক পাথর
মোঃ রফিকুল ইসলাম

এই যে আমাকে দেখছো
আমি এক পাথর
আমার মন নেই সেটা হারিয়ে গছে
আমি ভালবাসতে পারিনি
আমার ভালবাসা শেষ হয়ে গেছে

আমি আর স্বপ্ন দেখি না
কারন স্বপ্ন গুলো মিথ্যে
আমি আর ভালবাসী না
কারন ভলাবাসলে অসংখ্য যন্ত্রণা
আমাকে শুধু কাদায়

এই যে আমাকে দেখছো
আমি এক খেলার পুতুল
আমি কখনো কারো আপন
হতে পারিনি।
কারন আমার হৃদয়ের স্পর্শ
কারো হৃদয়ে লাগেনি

আমার ভালবাসা গুলো কেমন
যেন উদাসিন উদাসীন লাগে
আমার হৃদয় টা কেমন
আগের মত নেই
আমি আর আমাকে খুজে পাই না

আমি কেবল ই হারিয়ে যাওয়া এক স্মৃতি
আমি শুধু আমার মাঝে সীমা বদ্ধ নেই আর
আমি নিদারুণ যন্ত্রণার মাঝে   বেচে