মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
কাথরিয়া ৯ ওয়ার্ডের খান মোহাম্মদ সড়কের কাজে (ঠিকাদার+ পল্লী বিদ্যুৎ+ জনগণ) ত্রিমুখী সংঘর্ষ
সমাধান করেছে সমাজ কর্মী নিজাম উদ্দিন ও ছাত্র নেতা মারুফ। এই দুই সমাজ কর্মী বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি (১) এর মহাবব্যবস্থাপক ছাত্র সমাজের গুরুত্বপূর্ণ বুঝার জন্য অসংখ্য ধন্যবাদ দিয়েছেন এবং কৃতজ্ঞতা স্বীকার করেছেন।
সমাজ কর্মী নিজাম উদ্দিন বলেন, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি- ০১, বাঁশখালীর জোনাল অফিসের আওতাধীন পূর্ব কাথরিয়া, ঘোনাপাড়া, খাঁন মোহাম্মদ সড়কের রাস্তার ঠিক মাঝখানে পুরাতন ঝুঁকিপূর্ণ গাছের বিদ্যুতের খুঁটি রয়েছে, এসব পুরাতন ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটির কারণে বর্তমানে উক্ত সড়ক সম্প্রসারণের কাজ বন্ধ, রাস্তা সম্প্রসারণ ও সংস্কারের জন্য এলাকার সর্বসাধারণের চলাচলের স্বার্থে উক্ত খুঁটি রাস্তার পাশে থেকে ৬ ফুট দূরে স্থাপন করার প্রয়োজন। যা গত ০২.০৫.২০২৫ইং তারিখে উপজেলা প্রকৌশলী, এলাকার গণমান্য বিশিষ্ট ব্যক্তি এবং গণমাধ্যম কর্মীরা সরজমিনে পরিদর্শন করেছেন। ইতিমধ্যে, ডিজিএম মহোদয়কে বেশ কয়েকবার অভিযোগ দিলেও কোন প্রয়োজনীয় পদক্ষেপ নেননি। এমনকি বিদ্যুৎ অফিস থেকে বলা হয়েছে খুঁটি সরানোর জন্য বিভিন্ন খাতে খরচ বাবদ ৫৫০০০/- টাকা চাওয়া হয়েছে। যার কারণে হাজার হাজার মানুষ ও গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, তাই আমরা এই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ ও আবেদন করি। তারই ফলশ্রুতিতে আমরা আলহামদুলিল্লাহ সফল হয়েছি। বড় ধরনের সমস্যাটি মীমাংসা করতে যারা সহযোগিতা করেছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। উল্লেখ্য যে সারা বাঁশখালীতে বিশেষ করে প্রধান সড়কের পাশে থাকা অবাঞ্ছিত গাছ ও বিদ্যুৎ খুটি সরানোর মতো বৃহৎ বৃহৎ কাজ গুলো তারা করে যাচ্ছেন, এর ফলশ্রুতিতেই বাঁশখালীর প্রধান সড়কে এখন আগের তুলনায় স্থায়ী জ্যাম নাই বললেই চলে, যা একটু আছে তা হলো মাত্রারিক্ত গাড়ী বৃদ্ধি ও অদক্ষ ড্রাইভার এর কারনে যত্রতত্র গাড়ি পার্কিং এর কারনে হচ্ছে বলে ধারনা করেন ছাত্র নেতা মোহাম্মদ মারুফ, তারা উভয়েই সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।