চট্টগ্রামের সীতাকুণ্ডে গত ১২মে ২৫খ্রীঃ রাতে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকা থেকে একটি ছয় লক্ষ টাকা সমমূল্যের সিএনজি অটোরিক্সা চুরির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় সিএনজি অটোরিক্সার মালিক শ্রীরাম চন্দ্র নাথ বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি চুরির মামলা দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে পরবর্তীতে গোপন সূত্রে সংবাদ পেয়ে সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লাবিব আব্দুল্লাহর সরাসরি তত্ত্বাবধানে এবং সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ এর নির্দেশক্রমে সূত্রোক্ত মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো: মাহমুদুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ চট্টগ্রাম মহানগরের খুলশী থানাধীন ওয়ারলেস সেগুনবাগান এলাকার হান্নানের গ্যারেজ হইতে উক্ত চোরাই বাজাজ অটোরিক্সা (সিএনজি), যাহার চেসিস নং-PS32A1BA3RFE07680, ইঞ্জিন নং-R11BRF07680, যাহার বাজার মূল্য অনুমান ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা, সিএনজি’টি উদ্ধারপূর্বক জব্দ করেন এবং উক্ত ঘটনার সহিত জড়িত দুইজন আসামী (১) হান্নান (২৬), এবং (২) রাজু চৌধুরী (৩৩) কে গ্রেফতার করে হেফাজতে নিয়া বিধি মোতাবেক থানা হাজতে প্রেরণ করেন। ধৃত আসামীদ্বয় কে বিজ্ঞ আদালতে যথা সময় প্রেরণ করা হবে। উক্ত ঘটনায় অন্যান্য জড়িত পলাতক আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম