০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

চৌদ্দগ্রাম উপজেলা সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৫ জন গ্রেপ্তার

  • প্রকাশিত ১০:২১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • ৬২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসানসহ দলটির পাঁচ নেতাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।

গ্রেপ্তার বাকিরা হলেন-একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি, আওয়ামী লীগের কুমিল্লা উত্তর জেলার সহ-সভাপতি সেলিনা ইসলাম, চাঁদপুর জেলার মতলব দক্ষিণ পৌরসভার তিনবারের মেয়র এবং মতলব দক্ষিণ পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আওলাদ হোসেন লিটন, মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও মাদারীপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার এবং শাহবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেন।

শুক্রবার রাতভর ঢাকার বিভিন্ন এলাকায় ডিবি পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার রাত ১টার দিকে ঢাকার গুলশান এলাকা থেকে সেলিনা ইসলামকে, রাত আনুমানিক ১১টার দিকে টিকাটুলি এলাকা থেকে আব্দুস সোবহান ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়।

রাত ১টার দিকে বুসন্ধরা আবাসিক এলাকা থেকে আওলাদ হোসেন লিটনকে, রাত সাড়ে ৩টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টর এলাকা থেকে নার্গিস আক্তারকে, রাত ১১টার দিকে বকশীবাজার এলাকা থেকে মাহমুদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি বলছে, “গ্রেপ্তার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিল।”

Tag :
জনপ্রিয়

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

চৌদ্দগ্রাম উপজেলা সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৫ জন গ্রেপ্তার

প্রকাশিত ১০:২১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসানসহ দলটির পাঁচ নেতাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।

গ্রেপ্তার বাকিরা হলেন-একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি, আওয়ামী লীগের কুমিল্লা উত্তর জেলার সহ-সভাপতি সেলিনা ইসলাম, চাঁদপুর জেলার মতলব দক্ষিণ পৌরসভার তিনবারের মেয়র এবং মতলব দক্ষিণ পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আওলাদ হোসেন লিটন, মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও মাদারীপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার এবং শাহবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেন।

শুক্রবার রাতভর ঢাকার বিভিন্ন এলাকায় ডিবি পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার রাত ১টার দিকে ঢাকার গুলশান এলাকা থেকে সেলিনা ইসলামকে, রাত আনুমানিক ১১টার দিকে টিকাটুলি এলাকা থেকে আব্দুস সোবহান ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়।

রাত ১টার দিকে বুসন্ধরা আবাসিক এলাকা থেকে আওলাদ হোসেন লিটনকে, রাত সাড়ে ৩টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টর এলাকা থেকে নার্গিস আক্তারকে, রাত ১১টার দিকে বকশীবাজার এলাকা থেকে মাহমুদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি বলছে, “গ্রেপ্তার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিল।”