স্বদেশ বিচিত্রা বিনোদন ডেস্ক : মডেল-অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। সাত বছর আগে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ায় প্রথম স্টেজ শোতে পারফর্ম করেন তিনি। এরপর একে একে মালয়েশিয়া, দুবাই, ব্যাংকক, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, চীনে স্টেজ শোয়ে পারফর্ম করা হয়েছে তার। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজন ‘বাংলাদেশ উৎসব ও বৈশাখী মেলা ২০২৫’ অনুষ্ঠানের উপস্থাপনা করার পাশাপাশি পারফর্মও করবেন তিনি।
এ আয়োজনে অংশ নিতে শনিবার (৩ মে) রাতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রিয়াংকা। দক্ষিণ কোরিয়ার ইনসন গ্র্যান্ড পার্কে সোমবার (৫ মে) অনুষ্ঠিত হবে এ আয়োজন।
ঢাকা ছাড়ার প্রাক্কালে প্রিয়াংকা জামান বলেন, ‘বিদেশ যাত্রাটা শুরু হয়েছিল আমার দক্ষিণ কোরিয়াতেই। এরপর আরও বহু দেশে শো করেছি। তবে খুব ইচ্ছা ছিল যেন আবার দক্ষিণ কোরিয়ায় শোতে যেতে পারি। সে সুযোগটাই এলো অবশেষে।’
অভিনেত্রী আরও বলেন, ‘এবারের আয়োজনটা আমার জন্য একটু বেশি চ্যালেঞ্জিং। কারণ উপস্থাপনার পাশাপাশি স্টেজ পারফর্মও করতে হবে। তাই গত কয়েক দিন উপস্থাপনার প্রস্তুতিতেই সময় কেটেছে। আশা করছি, সব কিছু সুন্দরভাবে সম্পন্ন করতে পারব।’
৫ মে অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ৭ মে দেশে ফিরবেন প্রিয়াঙ্কা। এরপর ঈদ উপলক্ষে ব্যস্ত হয়ে পড়বেন শুটিং ও অন্যান্য কাজ নিয়ে।
প্রসঙ্গত, প্রিয়াংকা জামান অভিনীত মান্নান গাজীপুরীর ‘কী করে বলব তোমায়’, অপূর্ব রানার ‘যন্ত্রণা’ ও মোহাম্মদ আসলামের ‘তবুও প্রেম দামি’ নামে তিনটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়।
স্বদেশ বিচিত্রা/এআর