ঝিনাইদহ শহরের পাগলাকানাই সড়কের সাদাতীয়া মসজিদ সংলগ্ন বিউটি সুপার মার্কেটে একটি জ্যোতিষচর্চার কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার (৩ মে) সন্ধ্যার পর নামাজ শেষে বিক্ষুব্ধ মুসল্লিদের একটি অংশ “রাশিফল নির্ণয় জ্যোতিষ গণনা কার্যালয়” নামে পরিচিত প্রতিষ্ঠানে এ হামলা চালায়। কার্যালয়টির মালিক মোল্লা মোঃ আবু সাঈদ চিশতীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম ও নামাজ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠে।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডাঃ মোমতাজুল করিম। ঘটনার সময় আবু সাঈদ কার্যালয়ে ছিলেন না।
পরে এশার নামাজ শেষে সাদাতীয়া মসজিদের ঈমাম মুফতি ইসমাইল হোসেন বেলালীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে জ্যোতিষ আবু সাঈদের গ্রেফতারের দাবি জানানো হয়।
সাদার থানার ওসি বিক্ষোভকারীদের আশ্বস্ত করেন যে, ৪৮ ঘণ্টার মধ্যে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, অভিযুক্ত আবু সাঈদ বাংলাদেশ অ্যাস্ট্রোলজার্স সোসাইটির নিবন্ধিত সদস্য (রেজি. নং ১৯৪৫(১২১)৯৮)। অভিযোগ সম্পর্কে তার মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।