চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া তেলবাহী জাহাজ এমভি মার্কেন্টাইল-২১ এর চিফ ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল-এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর।
আজ এক যৌথ শোকবার্তায় ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও নগর সভাপতি এস এম লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী মরহুম মোহাম্মদ মোস্তফা কামাল-এর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন। মরহুমের ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা আসিনের জন্য আল্লাহর কাছে দোয়া করেন।
নেতৃদ্বয় একই সাথে রাষ্ট্রের কাছে মরহুমের মৃত্যু রহস্য উদঘাটনের দাবি জানান। তারা বলেন, মোস্তফা কামাল বিগত ৩দিন যাবত নিখোঁজ ছিলেন। তিনি কীভাবে একটি চলন্ত জাহাজ থেকে নিখোঁজ হলেন, তা নিয়ে সর্বমহলে ধোয়াশা সৃষ্টি হয়েছে।
নেতৃদ্বয় বলেন, দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদস্ত করে মরহুমের মৃত্যুর রহস্য উন্মোচন করতে হবে। যদি এটি কোনো ধরনের চক্রান্ত হয়ে থাকে তাহলে অবিলম্বে অপরাধীদের সনাক্ত ও আইনের মুখোমুখী করতে হবে। একই সাথে তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।
উল্লেখ্য মরহুম মোহাম্মদ মোস্তফা কামাল স্ত্রী ও ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি খুলনা বাগেরহাটে












